প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো কালীপূজা
বিশেষ প্রতিনিধি
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কালীপূজা ।
গত সোমবার সারাদেশের মতো ফরিদপুরে ও এ পূজা অনুষ্ঠিত হয়েছিল। আজ বুধবার বিসর্জনের মধ্যে দিয়ে এ পূজার সমাপ্তি হয়।
এদিকে বিসর্জন উপলক্ষে সন্ধ্যার পর থেকে শহরের গোয়ালচামট পৌর বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য প্রতিমা আনা হয়। এরপর পর্যায়ক্রমে একের পর এক প্রতিমা বিসর্জন দেয়া হয়। এই সংবাদ লেখা পর্যন্ত মোট দশটি প্রতিমা এখানে বিসর্জন দেয়া হয়েছে । এছাড়া বেশ কিছু প্রতিমা এখানে আসতে দেখা গেছে। উল্লেখ করে যেতে পারে সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য হিন্দু ধর্মাবলম্বী লোকজন এই কালীপুজো করে আসছে। এছাড়া কালীপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরকে মনোরম ভাবে আলোকসজ্জা করা হয়েছিল। বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র এর আয়োজন করা হয়। উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।
Leave a Reply