ফরিদপুরে মেঘলা জুয়েলার্সে চাঞ্চল্যকর ডাকাতি, দুই নাইট গার্ড আহত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর শহরতলীর বাইতুল আমান এলাকার বাইতুল আমান বাজারে অবস্থিত ‘মেঘলা জুয়েলার্স’ দোকানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক সোয়া চারটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলায় বাজারে পাহারারত দুই নাইট গার্ড গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতির সময় বাইতুল আমান বাজারের নাইট গার্ড ফইজুদ্দিন বাজার পাহারা দিচ্ছিলেন। ডাকাতি চলাকালীন তিনি মেঘলা জুয়েলার্সের দোকানের সামনে গেলে ডাকাতরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। ফইজুদ্দিন প্রাণ বাঁচাতে বাইতুল আমান জিরো পয়েন্টের দিকে দৌঁড়ে গেলে সেখানে উপস্থিত অপর এক নাইট গার্ড রহিমকেও ডাকাতরা জখম করে। বর্তমানে আহত দুই নাইট গার্ড ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সিসিটিভি ফুটেজে ডাকাতির ঘটনার আরো স্পষ্ট চিত্র দেখা গেছে। ফুটেজে দেখা যায়, ডাকাতি সম্পন্ন করে ডাকাত দল লুটের মাল নিয়ে পালানোর জন্য একটি রিকশা এবং একটি ট্রাক ব্যবহার করে। রিকশায় তিনজন ডাকাতকে বসে থাকতে দেখা যায়। অন্যদিকে, ট্রাকে করে লুট করা আলমারি নিয়ে যাওয়া হচ্ছিল এবং একজন লোক আলমারির পাশে বসে ছিল। ফুটেজের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ডাকাতির ঘটনায় দুইজন চালকসহ মোট ৬ থেকে ৭ জন ডাকাত অংশ নিয়েছিল।
মেঘলা জুয়েলার্সের মালিক দিলীপ কুমার রায় জানান, ভোর চারটার দিকে তিনি খবর পান যে তার দোকানে ডাকাতি হয়েছে এবং বাজারের দুই নাইট গার্ড আহত হয়েছেন। খবর পেয়ে তিনি দ্রুত দোকানে এসে দেখেন তার দোকানের তালাগুলো কাটা এবং দোকানের আলমারি উধাও। তিনি সিন্দুক ও আলমারিতে স্বর্ণালঙ্কার রেখেছিলেন। এই বেহাল অবস্থা দেখে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মেঘলা জুয়েলার্সে লুট হওয়া আলমারিটি পরবর্তীতে ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।
Leave a Reply