ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শহর প্রতিনিধি :
ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফন্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের একটি রেস্তোরাঁয় কেক কেটে এর জন্মদিন পালন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন।
ফরিদপুর মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সুশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বতে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব টুটুল কুমার কুন্ডু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মৃনার, মহানগর পূজা উদযাপন ফন্টের সহ সভাপতি বিপ্লব সাহা সহ পূজা উদযাপন ফন্টের নেতারা।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সকল ভাল ভাল কাজের সাথে সবসময় সংযুক্ত থাকে এবং থাকবে। সামনের নির্বাচনেও পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা জাতীয়তাবাদী শক্তির সাথে একত্র প্রকাশ করে নির্বাচনের মাঠে তাদের দায়িত্ব পালন করবে।
Leave a Reply