ফরিদপুর শহরের সিং পাড়াতে শুরু হয়েছে ধর্মীয় অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর শহরের গোয়ালচামট সিং পাড়াতে শুরু হয়েছে ধর্মীয় অনুষ্ঠান ।
সিংপাড়া সার্বজনীন পূজা নগর কীর্তন কমিটির উদ্যোগে ৯ দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রীমৎভাগবত গীতা পাঠ,
শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ,
রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন ,
মহাপ্রভুর ভোগরাগ মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি।
আগামী বৃহস্পতিবার অষ্টকালীন কীর্তন মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। ধর্মীয় অনুষ্ঠানে মহানাম সংকীর্তন পরিবেশন করবেন
ব্রজ কিশোর সম্প্রদায় ফরিদপুর, দেবযানী সম্প্রদায় কুমিল্লা
, মধুসূদন সম্প্রদায় (পঙ্কজ) নড়াইল ,
শ্রীকৃষ্ণ কীর্তন সম্প্রদায় (হৃদয়) কুষ্টিয়া
সোনার গোপাল সম্প্রদায় পিরোজপুর , শ্রীকৃষ্ণ কানাই সম্প্রদায় বৃন্দ কর্মকার গোপালগঞ্জ।
অনুষ্ঠানে অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন
অমল ব্যানার্জি ফরিদপুর
অন্তর মহন্ত বগুড়া
সুধীর ভূষণ বৈদ্য ফরিদপুর।
এদিকে উৎসব উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ অনুষ্ঠানে স্থলে অংশগ্রহণ করে।
Leave a Reply