সদরপুরে শুরু হলো সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ মেলা
সদরপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে প্রাণিসম্পদের আয়োজনে সপ্তাহব্যাপী মেলার শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় প্রাণিসম্পদ কার্যালয় থেকে “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য একটি সড়কর্যালী বের করে স্থানীয় অধিদপ্তর। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় চত্ত¡রে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)’ আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
এ সময় আরও বক্তব্য রাখেন, সদরপুর সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন।
স্থানীয় অধিদপ্তর সুত্র জানায়, সপ্তাহব্যাপী আয়োজনে, মেলার প্রদর্শনী, স্কুল মিল্ক ফিডিং কর্মসূচী,চিত্রাঙ্কন,গবাদিপশু ও হাঁস মুরগীর ফ্রি ভ্যাকসিন ক্যাম্প,কৃত্রিম প্রজনন সেবা রয়েছে। মেলা উপলক্ষে উপজেলার প্রান্তিক পর্যায় থেকে ২৫টি প্রদর্শনী স্টল দেখা যায়।
Leave a Reply