ফরিদপুরে ন্যায্যমূল্যে, চাহিদানুযায়ী সার প্রাপ্তি ও খাল দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরে চাহিদা মোতাবেক ন্যায্যমূল্যে সার প্রাপ্তি ও দখল হয়ে যাওয়া ‘সুতানালী’ খাল দখলমুক্ত করে প্রায় দুই হাজার একর জমির ফসল উৎপাদন নিশ্চিত করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কৃষকরা।
সোমবার দুপুরে জেলার রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ে আসেন ক্ষতিগ্রস্ত কৃষাণ কৃষানীরা। পরে সেখানে তারা মানববন্ধন করে সমস্যার চিত্র তুলে ধরে বক্তব্য দেন।
বাংলাদেশ কৃষক সমিতি, ফরিদপুর’র ব্যনারে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধন থেকে বক্তারা দাবী করেন, বিভিন্ন এলাকায় কৃত্তিম সার সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। কোথাও কোথাও আবার অতিরিক্ত মূল্য দিয়েও সার মিলছে না।
তারা আরো জানান, ফরিদপুরের সদর উপজেলার ছয় কিলোমিটার দৈর্ঘ্যরে ঐতিহ্যবাহী সুতানালী খালটির বারখাদা সেতু থেকে শিবরামপুর বাসস্টান্ড পর্যন্ত ‘মামুন গ্রুপ’ নামের একটি শিল্প প্রতিষ্ঠান গ্রুপ ভরাট করে একাধিক জায়গা দখলে নেয়া ও স্থাপনা নির্মাণ করায় উপজেলার ঈশান গোপালপুর ও মাচ্চর ইউনিয়নের চারটি বিল ও মাঠের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে বছরের অধিক সময় ধরে ওই সকল বিল ও মাঠের জমিতে জলাবদ্ধতা থাকায় ফসল আবাদ করা সম্ভব হচ্ছে না। তিন ফসলী জমি এখন এক ফসলী জমিতে রুপান্তরিত হয়েছে। প্রায় দুই হাজার একর জমি অনাবাদি থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। তারা অবিলম্বে এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া উপস্থিত হয়ে কৃষকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
Leave a Reply