সদরপুরে নৌকা বিতরণ
সদরপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ও ঢেউখালী ইউনিয়নের পদ্মা ও আড়িয়াল খা নদ বেষ্টিত দুর্যোগ প্রবন এলাকায় কাঠের তৈরি নৌকা বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুর দেড়’টার দিকে সদরপুর উপজেলা প্রশাসন চত্ত¡রে বেসরকারি প্রতিষ্ঠান উত্তরন ও প্র্যাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় দুর্যোগ সহনশীলতা তৈরির জন্য দুটি ইউনিয়নের ১৬টি উপকারভোগী পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এ সামগ্রী বিরতণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল-মামুন শাহ, সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম,উত্তরণ সংস্থার প্রতিনিধি মোসা: চামেলী আক্তার, প্রনব কুমার দাস,আমির হোসেন।
Leave a Reply