আপিলে প্রার্থীতা ফিরে পেলেন ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী স্থপিত মুজাহিদ বেগ
সদরপুর প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে (সদরপুর,চরভদ্রাসন,ভাংগা) স্বতন্ত্র এমপি প্রার্থী এ,এ,এম মুজাহিদ বেগের মনোনয়ন বৈধ ঘোষনা করেছে নির্বাচন কমিশন।
বুধবার(১৪ জানুয়ারী) দুপুর আড়াইটায় নির্বাচন কমিশনে আপিলের শুনানী শেষে মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।
উল্লেখ্য গত ৩ জানুয়ারী রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা মনোনয়ন যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষরে গরমিলের অভিযোগে মুজাহিদ বেগের মনোনয়ন বাতিল ঘোষনা করেন৷
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে আজ শুনানী শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।
এ ব্যাপারে এ,এ,এম মুজাহিদ বেগ বলেন, নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ ঘোষনা করেছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। মনোনয়ন বৈধ ঘোষনায় আমার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রান চাঞ্চল্য ফিরে এসেছে। আগামীতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনেই নির্বাচনী প্রচার প্রচারনা চালাব।
Leave a Reply