বোয়ালমারী প্রতিনিধি:
ফরিদপুরেরর বোয়ালমারী উপজেলা সদরে বিকাশ এগ্রো ফুড লিঃ (অটো রাইস মিল) এর বিরুদ্ধে একশ টন নিন্মমানের চাল আমদানির অভিযোগ পাওয়া গেছে। থাইল্যান্ড থেকে গত বুধবার রাতে আমদানিকৃত এই নিন্মমানের লালচে রংয়ের উৎকট গন্ধযুক্ত চাল স্থানীয় সরকারি খাদ্য গুদামে সরবরাহ করার উদ্দেশ্যে আমদানি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে । কারণ
বিকাশ এগ্রো ফুড লিঃ চলতি মৌসুমে সরকারি খাদ্যগুদামে এক হাজার ৯১৮ টন চাল সরবরাহের বরাদ্দ পেয়েছে । খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ গতকাল শনিবার দুপুরে বিকাশ এগ্রো ফুডে অভিযান পরিচালনা করেন।
নিন্মমানের চাল আমদানির খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা মিলটিতে গিয়ে দেখতে পান মোট ৫টি ট্রাক থেকে এশ টন নিন্মমানের চাল খালাস করে সংরক্ষিত গুদামে রাখা হচ্ছিল। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মওলা মিল থেকে আমদানিকৃত খাওয়ার অনুপযোগী এসব চাল ক্রয় করেন বোয়ালমারীর বিকাশ এগ্রো ফুডের মালিক বিকাশ সাহা। দেখা যায় আমদানী করা চালগুলো নিম্নমানের, পুরনো ও লালচে রংয়ের দুর্গন্ধযুক্ত এবং খাওয়ার অনুপযোগী। এ চাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়।
এ ব্যাপারে অটো রাইস মিলটির মালিক বিকাশ সাহা বলেন, তিনি ব্যবসা ছেড়ে দিয়েছেন। বর্তমানে মিলটির দেখাশোনা করেন তাঁর ছেলে বিজয় সাহা ও চতুলের শাখাওয়াত মৃধা। এ ব্যাপারে তারা ভালো বলতে পারবে।’
এ নিয়ে বিজয় সাহা বলেন, “নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মওলা মিল থেকে এসব চাল আমদানি করেছি। চালগুলো সরকারি গুদামে দেয়ার জন্য আমদানি করা হয়নি। বাজারের বিক্রি করার জন্য আনা হয়েছে ।”
সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, ‘বিকাশ এগ্রো ফুড লিঃ এ বছর এক হাজার ৯১৮টন চাল সরবরাহের বরাদ্দ পেয়েছে। ইতোমধ্যে বরাদ্দের প্রায় অর্ধেক চাল সরবরাহ করেছে মিলটি। নিন্মমানের চাল সম্পর্কে তিনি জানান, ‘মিল কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানিকৃত ওই চাল সরকারি মূল্য থেকে বেশি মূল্যে ক্রয় করা মিনিকেট চাল। এটি খাদ্য গুদামে সরবরাহের জন্য নয় খোলা বাজারে বিক্রয় করার জন্য।
চাল নিয় এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হলে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ শনিবার দুপুরে মাঝকান্দী-ভাটিয়াপাড়া সড়কের সোতাশি নামক স্থানে অবস্থিত বিকাশ এগ্রো ফুডে অভিযান পরিচালনা করেন। এ সময় ১৪০ টন লাল বর্নের নিম্নমানের চাল পাওয়া যায়। তিনি জানান, এ চালকে থাইল্যান্ডের লাল সিদ্ধ চাল বলা হয়। এটি আকারে বেশ লম্বা ও চিকন। খাদ্য গুদামে নেওয়া হয় আকারে মোটা ও ছোট চাল। মিল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এ চাল বোয়ালমারীর বাইরে অন্য কোথাও বিক্রি করতে। এরপরও কোন অনিয়ম দেখা গেলে তাঁকে জানানোর জন্য সকলের প্রতি আহবান জানান। উপজেলা প্রশাসন সব সময় মানুষের পাশে আছে।
Leave a Reply