নগরকান্দা অসহায় পরিবারের পৈত্রিক জমি জবর দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের বাশআগাড়ী গ্রামের মৃত আদেল উদ্দিন সেকের পুত্র চান মিয়া সেক গংদের জমি জোর পূর্বক জবর দখলের অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী চান মিয়া সেক বলেন, ১৬৪ নং বাশ আগারী মৌজা বিএস খতিয়ান ১৩৮ দাগ নং ৭৮, বাড়ি জমি২২শতাংশে মধ্যে ১৯ শতাংশ এবং বিএস খতিয়ান ১৫৮, দাগ নং ৪০৪ নাল জমি ২৯ শতাংশে মধ্যে ১৪.৫ শতাংশ ও ১৬১ নং কড়িআইল মৌজা বিএস খতিয়ান ৩৬৪ দাগ নং ১৮৯ নাল জমি ৯৮ শতাংশের মধ্যে ২৭.৫ শতাংশ পৈত্রিক সুত্রে রেকর্ডীয় মালিক থাকা সত্তেও এলাকার প্রভাবশালী খোরসেদ সেক, পিতা মৃত তাইজদ্দিন সেক, আলমগির সেক পিতা খোরসেদ সেক কালু ফকির পিতা মৃত এরফান ফকির, লালন ফকির পিতা কালু ফকির, নতিব সেক পিতা পজুল্যা সেক, মুনসুর সেক পিতা মলফো সেক, সাহেব সেক অবুল্লা সেক রছমত সেক পিতা মনিরউদ্দিন সেক, লাল ঠাকুর পিতা মৃত হাসেন ঠাকুর সর্বসাং বাশআগারী ক্ষমতার দাপট দেখিয়ে মোট ৬১ শতাংশ জমি জোর পূর্বক দখল করে আছে। আমাদের এই পৈত্রিক সম্পত্তি বুঝিয়া চাইলে আমাকে প্রান নাশের হুমকি দেয়। আমি অসহায় ভ্যান চালক চান মিয়া তাদের রক্তচক্ষুর ভয়ে তাদের সামনে যেতে পারি না। এ বিষয়ে খোরসেদ সেক গংদের সাথে কথা বলতে গেলে একমাত্র নতিফ সেক কে পাওয়া গেলে তিনি বলেন উসক্ত সম্পত্তি আমাদের ক্রয় কৃত সম্পত্তি। আমাদের সকল কাগজপত্র আছে।
Leave a Reply