ফরিদপুরে আফজাল মন্ডল হাটের জমি অবৈধ দখল নিয়ে ৩ সরকারি কর্মকর্তাসহ
৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের বিজ্ঞ সদর সহকারী জজ আদালত দেওয়া মোকদ্দমা নং- ২১৭/২০২১। বাদী শেখ আইনদ্দিন গং এর এক আবেদনে তিন সরকারি কর্মকর্তাসহ ৪জনকে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। সরকারি তিন কর্মকর্তারা হলেন (১) উপজেলা নির্বাহী কর্মকর্তা, (২) সহকারী কমিশনার (ভূমি), (৩) চরমাধবদিয়া ভূমি সহকারী কর্মকর্তা ও (৪) হাট ইজারাদার আরশাদ মন্ডল। ২৮/০৬/২০২১ইং তারিখে উক্ত ১-৪নং বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা ও দরখাস্তের বিষয়ে কি আদেশ হইয়াছে তাহা জানা আবশ্যক।
প্রসঙ্গত: ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ১৪৪নং বালুধুম মৌজার এলাকার আফজাল মন্ডল নামে একটি হাট অবস্থিত এবং একটি গরুর হাট আছে। যাহা প্রতি সোমবার গরুর কেনাবেঁচা হয়। কিন্তু জোর পূর্বক আফজাল মন্ডল গরুর হাটটি চরমাধবদিয়া এলাকা নিবাসী জনৈক শেখ আইনদ্দিন গংদের কৃষি জমিতে জোর পূর্বক বসানো হয়েছে। এবং তাদের দোকানপাট ভেঙ্গে নদীতে ফেলে দেওয়া হয়। তারা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও থানা পুলিশ কোনো প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ না করলে নিরুপায় হয়ে আইনুদ্দিন বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়।
জোর পূর্বক বাদীর জমিতে গরুর হাট বসাতে না পারে এই মর্মে শেখ আইনুদ্দিন বিজ্ঞ সিনিয়র সদর সহকারী আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ঐ আবেদনের প্রেক্ষিতেই বিজ্ঞ আদালত কারণ দর্শানোর উপরোক্ত আদেশ দেন।
এ বিষয়ে ৪নং বিবাদী আফজাল মন্ডল গরুর হাটের ইজারাদার আরশাদ মন্ডল জানান আমি সরকারের নিকট থেকে টেন্ডারের মাধ্যমে আফজাল মন্ডলের গরুর হাট সর্বোচ্চ দরদাতা হিসেবে গণ্য হয়েছি এবং আমাকে লিজ দেওয়া হয়েছে।জোর পূর্ব জায়গা দখলের বিষয়টি তিনি এড়িয়ে যায়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান আইনের প্রতি শ্রদ্ধা রেখেই নোটিশের জবাব দেওয়া হবে।
Leave a Reply