ফরিদপুরে পৃথক দুটি মামলায় এক নারী ও এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ড
শহর প্রতিনিধিঃ
ফরিদপুরে মাদক মামলায় লিপি বেগম ও হত্যা মামলায় এখলাস মোল্যার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ সোমবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলতের বিচারক শিহাবুল ইসলাম এই পৃথক মামলা দুটির রায় দেন।
আদারতে এসময় স্বস্ব মামলার আসামীরা উপস্থিত ছিলো।
মামলার সুত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ মে জেলার মধুখালী উপজেলা কামারখালি ব্রীজের কাছে পুলিশের চেকপোস্ট বসে। রাত সাড়ে ১১ টার সময় ঢাকা গামী নাইম পরিবহনে তল্লাসী করে ৮ম গ্রাম হিরোইনসহ লিপি বেগম নামের এর নারীকে আটক করে পুলিশ। ঐ নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়।
অপর একটি মামলা সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২৫ মার্চ মোবাইল চুরির ঘটনা কে জেলার চরভদ্রাসন উপজেলার চরসুলতানপুর গ্রামের রাজমিস্ত্রি সবুজ শেখ কে ডেকে নিয়ে আসামী এখলাস সহ কয়েক জন মিলে চাকু ও ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে।
রাষ্ট্রপক্ষের সরকারি সহকারী কৌশলী মোঃ সানোয়ার হোসেন সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ মামলা দুটির রায দেয় আদালত।
Leave a Reply