নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন কে জনপ্রশাসন মন্ত্রনালয়ের কেন্দ্রীয় যান পরিবহন পুল হতে ১২ সিটের একটি স্পীড বোট বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার হাতে স্পীড বোটের প্রতিকী চাবি তুলে দেন ।
ইউএনও জেসমিন সুলতানা জানান, পদ্মা নদী বেষ্টিত চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চলে যাতায়াত করা ও মৎস্য সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করা খুবই কষ্ট সাধ্য ছিল। স্পীড বোটটি পাওয়াতে উপজেলার দুর্গম চরাঞ্চলে দুর্যোগকালীন সময়ে যাতায়াত ও পদ্মা নদীতে সরকারি বিধি নিষেধ অমান্য কারিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।এছাড়া নদী পথে সরকারি বিভিন্ন কর্মকান্ড পরিচালনায় বোটটি ব্যাবহার করা হবে বলেও জানান তিনি।
স্পীডবোটথটি পাওয়ার পরে বিকেলে নদী পথে চরাঞ্চলের কয়েকটি পয়েন্টের বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। এসময় তার সাথে ছিলেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হক তালুকদার।
Leave a Reply