ফরিদপুরের প্রাণী সম্পদ মন্ত্রীকে সংবর্ধনা
ন্যায্যমূল্যে মাংস, দুধ ও ডিম সরবরাহ করার মাধ্যমে রমজানে বাজার নিয়ন্ত্রণ করা হবে – প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান
আলফাডাঙ্গা প্রতিনিধি :
বিভিন্ন ধরনের মাংস, দুধ ও ডিমের মূল্য নির্ধারণ করে ভ্রাম্যমান বিপণন কেন্দ্রের মাধ্যমে রাজধানীর ২৫ থেকে ৩০ টি স্থানে বিক্রয়ের ব্যবস্থা করে বাজার নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান এমপি।
শনিবার সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সরকারী আরিফুজ্জামান মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর মাঠে দেয়া গন সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী সিয়াম সাধনার মাসে অতিমাত্রায় মুনাফা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী বলেন গরুর মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা, মুরগির মাংস ২৫০ টাকা ও ডিমের ডজ্জন ১১০ টাকা নির্ধারণ করে ফ্রিজিং করে বিতরণ কেন্দ্রের মাধ্যমে ২৫ থেকে ৩০ স্থানে বিক্রয় করা হবে, বাজার মূল্যের উপরে যার প্রভাব পড়বে বলে মনে করেন মন্ত্রী।
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাইফার ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ এনায়েত হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
Leave a Reply