নগরকান্দায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে মৎস্যজীবীলীগের ঈদ উপহার
নগরকান্দা প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ মার্চ) বেলা ১১টায় মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে জেলার নগরকান্দার শশা শারমিন ভিলা চত্বরে স্থানীয় পাঁচ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান।
ঈদ উপহার বিতরণ কালে কাজী আবদুস সোবহান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও রমজান ও ঈদকে সামনে রেখে গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হচ্ছে। এ বছর নগরকান্দা ও সালথা উপজেলায় মোট ৫ হাজার শাড়ি-লুঙ্গি বিতরন করা হবে।
এদিকে কাজী আব্দুস সোবহানের দেওয়া ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা। মানবিক কর্মকান্ডে পাশে থাকতে পেরে গর্ববোধ করেন তার নেতাকর্মীরাও।
Leave a Reply