ফরিদপুরে কারিতাসের বিদেশ ফেরত অভিবাসী শ্রমিকদের পুনর্বাসনে প্রশিক্ষন শেষে ও নগদ অর্থ সহয়তা প্রদান
শহর প্রতিনিধি:
ফরিদপুরে কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চলের উদ্যোগে বিদেশ থেকে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় বিভিন্ন মেয়াদে প্রশিক্ষন শেষে সনদপত্র ও নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে শহরতলীর রঘুনন্দনপুর কারিতাস ফরিদপুর অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও সনদপত্র শ্রমিকদের হাতে তুলে দেন বরিশাল ক্যাথলিক ডায়োসিস এর বিশপ পরম শ্রদ্ধেয় ইম্মানুয়েল কানন রোজারিও। কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর টিটিসির অধ্যক্ষ, মো: আখতারুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সরোওয়ার মোর্শেদ, প্রবাসী কল্যাণ ব্যাংক ফরিদপুরের ব্যবস্থাপক মাহমুদা সুলতানা, ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কুদ্দুসুর রহমান, শান্তি রানী ক্যাথলিক মিশন, ফরিদপুরের পাল পুরোহিত ফাদার বরুন গোমেজ। সভা পরিচালনা করেন সম্রাট সেরাও, কর্মসূচি কর্মকর্তা, কারিতাস বরিশাল অঞ্চল। মো: শফিকুল ইসলাম ইমন, মাঠ কর্মকর্তা, কারিতাস ফরিদপুর।
(Reintegration Support for Returnee Migrant Workers) প্রকল্পের আওতায় ৫০ জন উপকারভোগীকে গবাদিপশু-পাখি পালন ও টিকাদান বিষয়ে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ শেষে ৩০০০ টাকা করে আর্থিক অনুদান ও সার্টিফিকেট দেয়া হয়। ১০ জন পুরুষ উপকারভোগীকে ড্রাইভিং, গবাদিপশু-পাখি পালন, ইলেকট্রিক্যাল ট্রেডে যুব উন্নয়ন ও টিটিসি থেকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয় এবং তাদের যথাক্রমে ৭০০০/-(৫ জন) ও ১২,০০০/-(৫ জন) ও সার্টিফিকেট প্রদান করা হয়।
Leave a Reply