ফরিদপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
শহর প্রতিনিধি:
ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রাইমারী স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন।
মঙ্গলবার বেলা ১১টায় জেলার সদর উপজেলার গেরদা ইউনিয়নের আব্দুল আজিজ স্কুল মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন ফরিদপুর সদর আসনের সাংসদ একে আজাদ ও আমন্ত্রিত অতিথিরা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সাংসদ একে আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস জাফরীন,
গেরদা ইউনিয়নের চেয়ারম্যান এম আর হক।
উদ্বোধনী ম্যাচে গেরদা ইউনিয়নের নিখুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কৈজুরী ইউনিয়নের তুলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থীরা খেলাটি উপভোগ করে
Leave a Reply