সাবেক সংসদ এডভোকেট শামসুদ্দীন মোল্লার ৩৩তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ
শহর প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাল্যবন্ধু, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সংবিধান রচয়িতার অন্যতম সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, পূর্ব পাকিস্তান সাংবাদিক সমিতির সভাপতি, ফরিদপুর জেলা গভর্ণর, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি, ফরিদপুর বারের সভাপতি, ফরিদপুর আইন কলেজের প্রতিষ্ঠাতা, ফরিদপুর রেড ক্রিসেন্টের সভাপতি, জননেতা মরহুম এডভোকেট শামসুদ্দীন মোল্লার আজ ৩৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদ, ফরিদপুর প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসুচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে নয় টায় মরহমের নিজ বাসা হতে একটা শোক রেলী বের হয়। এরপর সকাল ১০টায় শহরের আলীপুর কবর সথানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শামসুদ্দিন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, সাধারন সম্পাদক লিয়াকত হোসেন,মরহুমের পুত্র যোবায়ের জাকির, কামরুজ্জামান কাফিসহ পরিবারের সদস্য ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এদিকে আজ পূর্ব খাবাসপুর মরহুমের নিজ বাসভবনে কোরআন খানী, বাদ আছর মিলাদ মাহফিল, বাদ মাগরিব ফরিদপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
Leave a Reply