বরখাস্ত হতে চলেছেন যৌননিপীড়ক জয়নুল মাস্টার
তদন্ত কমিটি গঠন , শাস্তি চেয়ে স্মারকলিপি ডিসিকে
শহর প্রতিনিধি :
গ্রেপ্তারের পর এবার প্রধান শিক্ষক পদ থেকে বরখাস্ত হতে চলেছেন যৌন নিপীড়ক জয়নাল আবেদীন টিটন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমনটি ইঙ্গিত দিয়েছেন। অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন, নিপীড়কের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি দিয়েছে মহিলা পরিষদ।
শনিবার সমকালে জয়নুল আবেদিনের হাতে ছাত্রী নিপীড়নের বিষদ প্রতিবেদন প্রকাশের পর রোববার বিকেলে গ্রেপ্তার হন তিনি। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায়।
ফরিদপুর শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক ১৪ বছর যাবত নিজ স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের যৌন নিপীড়ন, হয়রানি ও নানা ভয় ভীতি প্রদর্শন করে আসছিলেন। ওই স্কুলের বর্তমান ও সাবেক একাধীক শিক্ষার্থী বোববার পুলিশের সামনে হাজির হয়ে লিখিত অভিযোগ করেন জয়নুলের বিরুদ্ধে।
অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে এক সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রামানন্দ পাল জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীকে ১৫ দিনের মধ্যে অভিযুক্ত জয়নুল আবেদীনের ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এদিকে ফরিদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান সমকালকে জানান, যৌন হয়রানী ও নিপীড়নের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে স্কুল ম্যানেজিং কমিটি জরুরী সভা করে তাৎক্ষণিক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার এখতিয়ার রাখে।
শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহাতাব আলী মেথু সমকালকে বলেন, আগামীকাল ১৬ জুলাই কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। এই সভায় আমরা একটি সিদ্ধান্ত নিয়ে নেব অভিযুক্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীনের ব্যাপারে।
নিপীড়ক জয়নুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখা। সভাপতি শিপ্রা রায় ও সাধারণ সম্পাদক হোসনেয়ারা খানম স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে সমকালের প্রতিবেদনের কথা উল্লেখ করে বলা হয়েছে, এক যুগের বেশি সময় ধরে সে বিদ্যালয়ের ছাত্রীদের ধারাবাহিকভাবে নিপীড়ন করে আসছে যা অত্যন্ত গর্হিত অপরাধ। বিদ্যালয়ের ছাত্রীরা মহিলা পরিষদের নিকটও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে বলে উল্লেখ রয়েছে সেখানে। সোমবার দুপুরে স্মারকলিপিটি গ্রহণ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তারুকদার।
এদিকে জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল সোমবার বিকেলে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং জয়নুল আবেদীনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সমূহের ব্যাপারে শিক্ষক বৃন্দের সাথে নিবিড়ভাবে আলোচনা করেন।
Leave a Reply