ফরিদপুরে কোটাবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
শহর প্রতিনিধিঃ
ফরিদপুরে কোটাবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার রাত ৮টার দিকে রাজেন্দ্র কলেজের রুকসু ভবনের সামনে থেকে মিছিল বের হয়।
জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম হোসেন, সভাপতি তানজিমুল রশিদ রিয়ান।
বিক্ষোভ সমাবেশে বক্ততারা বলেন, কোটা আন্দোলনের নামে আজ রাজপথে কিছু নব্য রাজাকার মাথা চারা দিয়েছে। দেশে কোন আন্দোলন হলেই সেখানে বিএনপি, জামায়াত অরাজগাতার চেষ্টা করে পথে নামে। আন্দোলনকারীদের হুশিয়ার করে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে এই দেশে সকল ষড়যন্ত্রকারীদের রুখতে ছাত্রলীগ মাঠে থাকবে।
Leave a Reply