ফরিদপুরে মোবাইল আলাপ চারিতায় প্রেম অতপর বিয়ে,,দুই মাস পর হত্যার অভিযোগ
সালথা প্রতিনিধি:
সালথায় মোবাইলের মাধ্যমে প্রেম অতপর বিয়ে। দুই মাসে স্বামী কর্তৃক হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ৩ নভেম্বর দিবাগত রাত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম এলাকার রিফাত শেখের বাড়িতে। এ ঘটনায় নিহতের পরিবার তাদের নিজ বাড়ি জেলার সালথা উপজেলার বড় কামদিয়ায় শুক্রবার সকালে মানববন্ধন কর্মসুচি পালন করে। মীম আক্তার (১৮) এলাকার কবির শেখের সাত মেয়ের সবচেয়ে ছোট মেয়ে।
এ সময়ে নিহতের পরিবার দাবী করে, মীমের সাথে জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামের লিটন ছেখের ছেলে রিফাতের সাথে মোবাইল আলাপ চারিতায় মধ্্যে দিয়ে প্রেমের সম্পর্ক হয়। তারা প্রেমর টানে দুই মাস আগে ফরিদপুর কার্টে গিয়ে বিবাহ করে। বিয়েট প্রথম দিয়ে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোই চলছিল। মাস খানেক পর থেকেই তাদের মাঝে প্রায় ঝগড়া বিবাদ লাগতো আবার তারা মিলে যেত। গত ১৮ অক্টোবর আবার তাদের সাথে চরম ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে মীম তার বাপের বাড়িতে চেলে আসতে বাধ্য হয়। মাঝে মাঝে রিফাত মীমকে রিং করলে তাদের মাঝে ঝগড়া হতো।
৩ নভেম্বর মিমের শ্বশুর লিটন শেখ ও তার স্বামী অনুনয় ও বিনয়ে করলে ১২ টার দিকে মীম শশুর বাড়ির দিকে রওনা হয়। দুপুর তিনটার দিকে সে তার শ্বশুরবাড়িতে গিয়েছে বলে মোবাইলের মাধ্যমে জানায়। সন্ধ্যা ছয়টার দিকে মিমের শাশুড়ি রোজিনা বেগম মিমের মাকে বলে আপনার মেয়ে মোটরসাইকেল এক্সিডেন্টে মারা গেছে। আবার বলে ফেন্সিডিল খেয়ে আত্মহত্যা করেছে, বলে ফাস লেগিয়ে মরেছে। এমন কথায় মিমের মা অজ্ঞান হয়ে যায়। আশপাশের মানুষের সহায়তায় জ্ঞান ফিরলে তাদের পরিবারের লোকজন নিয়ে আলফাডাঙ্গা থানায় যায়। এ ঘটনার পর মিমের লাশ থানায় নিয়ে আসে। লাশ দেখে সন্দেহ হলে পুলিশ শাশুড়িকে আটক করে নিয়ে আসে পরবর্তীতে থানায় একটি ইউ ডি মামলা হয় ওইদিনই মিমের দাফন তার গ্রামের বাড়ি বড় কোয়ালিয়ায় করা হয়।তারপর জানতে পারে রোজিনা বেগমকে পুলিশ ছেড়ে দিয়েছে।
মীমের শশুড় বাড়ি গিয়ে রিফাত ও তার শ্বশুর লিটন শেখকে পাওয়া যায় নাই।তার শাশুড়ি রোজিনা বেগমকে পেলে সে জানায়।মীম অনেক ভালোবাসতো তাদেরকে।মীমের বাপের বাড়িতে আসার পর রিফাতের সাথে মিমের ঝগড়া হয়। এর পর মীম ঘরে দড়জা বন্ধ করে ঘুমিয়েছিল।মীমের শশুর বাড়িতে এসে মীমের ঘরে অনেক ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ পাওয়া যায় নাই। পরে ঘরের একটি ফাঁকা দুয়ে মীমকে গলায় দড়ি অবস্থায় ঝুলে আছে দেখতে পেয়ে দড়জা ভেঙে তার লাশ উদ্ধার করে বলে সে জানায়।
মীমের বোন ইতি ও সারমিন আক্তার জানায়, তার বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তার গলায় হত্যার ক্ষতের একটি চিহ্ন ছিল। এখন তারা বাচতে নানা ফোন্দি ফিকির
করেছে। তারা ঘটনার রহস্য উদঘাটন করে দোষীদের উপযুক্ত বিচার চায়।
মীমের মাতা রবি বেগম বলেন, আমার মেয়ে ঐদিন হাসিখুসি মনে গিয়েছিল। যাওয়া মাত্রই কি হলো। আমার মেয়েকে তার স্বামী মেরেছ। আমি রিফাতের ফাঁসি চাই।
আলফাডাঙ্গা থানার অফিসার ইন চার্জ হারুন অর রশিদ বলেন, আত্মহত্যাটি রহসজনক তাই লাশের ময়না তদ্ন্তকরতে দিয়েছি। রিপার্ট আসলে রিপার্টের ভিত্তিত ব্যবস্থা নেওয়া হবে। তবে সিমটম দেখে অনেকটাই বলা যায় হত্যার করা হয়েছে রিপোর্টই সঠিক সিদ্ধান্ত দেবে
Leave a Reply