রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা চলছে ফরিদপুরে
শহর প্রতিনিধি :
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা ও জনসম্পৃক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ফরিদপুরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ফরিদপুর সাংগঠনিক বিভাগের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে শুরু হওয়া এ কর্মশালা চলবে দিনভর।
কর্মশালার দ্বিতীয় সেশনে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা প্রদান করবেন বলে আয়োজকদের জানা গেছে।
বিএনপি, কেন্দ্রিয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ৩১ দফা সংস্কার কমিটির সদস্য ইসমাঈল জবিউল্লাহ।
এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ আলহাজ্ব শাহাজাদা মিয়া, কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান, কেন্দ্র্রিয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রিয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রিয়, বিভাগীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র সাংগঠনিক বিভাগ ফরিদপুরের অর্ন্তভুক্ত ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিটের নির্বাচিত নেতৃবৃন্দ অংশ নেন।
Leave a Reply