চরভদ্রাসনে প্রাক্টিকাল একশন এর মত বিনিময় সভা
চরভদ্রাসন প্রতিনিধি:
প্রাক্টিকাল একশন শীত কালীন ফসলের রোগবালাই এবং প্রাকৃতিক দুর্যোগ এ আগাম বার্তা পেয়ে দুর্যোগ মোকাবেলা করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আজ সকাল ১১ ঘটিকায় সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান এর সভাপতিত্বে হাতের মুঠোয় দুর্যোগ মোকাবেলা পরিসেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক উদ্বুদ্ধ করুন সভায় দুর্যোগ এর আগাম সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্যাটিক্যাল অ্যাকশনের পক্ষ থেকে বিস্তারিত আলোচনা করেন ফিল্ড
অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ,সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আজাদ খান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাংবাদিক লিয়াকত আলী লাভলু, ইউপি মেম্বার ফজলুর রহমান খান, আরো উপস্থিত ছিলেন লাবলু হোসেন সচিব চরভদ্রান ইউনিয়ন পরিষদ, বিভিন্ন ওয়ার্ডের পুরুষ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন প্রাকটিক্যাল একশন এ কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ । জলবায়ু পরিবর্তনের কারণে নানা ধরনের দুর্যোগ দেখা দেয়। দুর্যোগ সাধারণত দুই প্রকার প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ থেকে সৃষ্ট দুর্যোগ এই দুর্যোগ মুকাবেলায় জনসচেতনতা তৈরিতে সকলকে যার যার অবস্থান থেকে যার যার এলাকায় আগাম দুর্যোগ মোকাবেলায় সতর্কীকরণে প্রাক্টিক্যাল একশন কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে যে কোনো দুর্যোগ মোকাবেলায় আগাম সচেতনতা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কম করা সম্ভব । বর্তমান সময়ে সরকার দুর্যোগ মোকাবেলয় আগাম সতর্কীকরণে কাজ করে যাচ্ছে প্র্যাকটিক্যাল একশন সরকারের এ কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে দেশব্যাপী সচেতনতাতামূলক সভা সমাবেশ করে চলছে।
Leave a Reply