ফরিদপুরে
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ব্লাস্টের উদ্যোগে গণস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত
শহর প্রতিনিধি:
ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ব্লাস্টের উদ্যোগ গণস্বাক্ষর ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আজ মঙ্গলবার সকাল ১১ টায়
বাল্য বিবাহকে না বলি এই স্লোগানের মধ্য দিয়ে উক্ত কর্মসূচি পালন হয়।
এ উপলক্ষে বাংলাদেশ এইড এন্ড সার্ভিসেস
ব্লাস্ট এর উদ্যোগ গণস্বাক্ষর এবং মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
কর্মসূচিতে ব্লাস্টের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামীর
সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি শিপ্রা রায়, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, এসো জাতি-গরির নির্বাহী পরিচালক নাজমা আক্তার, রমা খান, ব্লাস্টের কর্মকর্তা অর্চনা দাস প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জানান বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। বাল্য বিবাহের কারণে অনেক সংসার অশান্তি সৃষ্টি হয়। সমাজে অপরাধ প্রবণতা বাড়ে। আর তাই বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে একটি গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয় এতে ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণস্বাক্ষর কার্যক্রমে অংশগ্রহণ করেন।
Leave a Reply