নিজস্ব প্রতিনিধি : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, কর্মসংস্থান কর্মসূচীর আওতায় প্রকল্প, এল.জি.এস.পি প্রকল্প, খাল খনন, মাটি ভরাট, কৃষকদের মেশিন সরবরাহে অনিয়ম ও বৃক্ষের চারা রোপন বিতরণে অনিয়মসহ অসংখ্য অভিযোগ উঠেছে। বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা প্রকল্পে অনিয়ম ও দুনর্ীতির বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে প্রমাণাদিসহ লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরমধ্যে উপজেলার কোন্দারদিয়া গ্রামের চিতারবাজার এলাকার এক ব্যক্তি গত ১৪ই জুন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে বলেন ইউনিয়নের চেয়ারম্যান হত দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেনি। ৫২৪১ ক্রমিক নং থেকে ৬৮৮২ ক্রমিক নং পর্যন্ত ১৬৪২জন দুস্থ ও হত দরিদ্রদের তালিকায় একই ব্যক্তির নাম ২ (দুই) বার, কোন কোন নাম ৩ (তিন) বার দেখানো হয়েছে। ৫৮৮৮ ক্রমিক নং থেকে ৫৯২৩ ক্রমিক নং পর্যন্ত ৩৫জন দরিদ্রের গ্রামের নাম তালিকায় কোন্দারদিয়া দেখানো হলেও আসলে তাদের গ্রামের নাম রাঙ্গামুলারকান্দি। ক্রমিক নং অনুযায়ী ভোটার আইডি নম্বর চেক করলেই সত্য বেরিয়ে আসবে। ২৫০০/- টাকার তালিকায় নাম আছে ভোটার আইডি চেক করলেই পাওয়া যায়। অপর আরেক ব্যক্তি জেলা প্রশাসক বরাবর অভিযোগ করে জানান ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান, বরাদ্দকৃত টাকা ও এল.জি.এস.পি প্রকল্পে ব্যাপক অনিয়ম করা হয়েছে। কর্মসংস্থার কর্মসূচীর আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে প্রথম পর্যায় ৫টি প্রকল্পে ১৬,৬৪,০০০/- টাকা বরাদ্দ হয়। সে অনুযায়ী ইউ,পি চেয়ারম্যান মোশাররফ হোসেন ৫টি প্রকল্পের উপকারভোগীর নামের তালিকা তৈরি করে কতর্ৃপক্ষের কাছে দাখিল করেন। তালিকায় উপকারভোগী অনেক ব্যক্তি দেশের বাইরে কর্মরত আছেন। তাদেরকে স্থানীয় দেখানো হয়েছে। এলজিএসপিথর আওতায় ১নং ওয়ার্ডে বিভিন্ন বাড়ীতে ১৫টি নলকূপ স্থাপন করেছে। বরাদ্দকৃত অর্থ ২,২৫,০০০/- টাকা। ২নং ওয়ার্ডে ৪টি নলকূপ স্থাপন করেছে। বরাদ্দকৃত অর্থ ৬০,০০০/- টাকা। এমন প্রত্যেকটি ওয়ার্ডে নানা প্রকল্পে অনিয়ম রয়েছে। ইউনিয়নের নাছেরের বাড়ীর কালভার্ট নির্মাণে ৮০,০০০/- টাকা বরাদ্দ। ঐ স্থানে ১৯ বছর আগে তখনকার চেয়ারম্যান কালভার্ট নির্মাণ করেছিল সেটিকে পুনরায় নির্মাণ দেখিযে অর্থ আত্মসাৎ করা হয়েছে। ইউনিয়নের গজারিয়া বিল থেকে কুমার নদী পর্যন্ত খাল খননে ডিজাইন অনুযায়ী কাজ না করে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাট কাজে, মাধবপুর বিদ্যায় মাঠ ভরাট কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। প্রতিটি ওয়ার্ডে কৃষকদের মাঝে ১,৮৭,৫০০/- টাকার স্প্রে মেশিন সরবরাহ না করে নিম্নমানের নাম মাত্র মেশিন দিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ফলজ বৃক্ষ চারা প্রকল্পে ১,৫০,০০০/- টাকা নামমাত্র বৃক্ষের চারা দিয়ে আত্মসাৎ করা হয়েছে। অন্য দিকে জেলা প্রশাসক বরাবর বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুনর্ীতি বিষয়ে তদন্ত ও বিচারের দাবী জানিয়ে লিখিত অভিযোগ করেছেন দাদপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নানা অনিয়ম বিষয়ে দাদপুর ইউ,পি চেয়ারম্যানের ০১৭১৬৫৮২৮২৩ নম্বরে মুঠোফোনে তার বক্তব্য জানতে চাইলে মুঠোফোনের সংযোগটি বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। নানা অনিয়মের বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ্র এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ২/১ দিনের মধ্যে কোন নতুন অভিযোগ পাইনি। ২ মাস পূর্বে আমার নিকট ২টি অভিযোগ এসেছিল ১টি গাছ কাটা, আরেকটি অন্য প্রকল্পের। সে বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসি ল্যান্ড-কে, তদন্ত চলছে। নতুন অভিযোগ হাতে পেলে যাচাই-বাছাই ও তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
Leave a Reply