বৈষম্যহীন শ্রমিক সমাজ গড়ার লক্ষে কাজ করব – এস এম জুনায়েদ জিতু, এনসিপির ফরিদপুর শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক
বিশেষ প্রতিনিধি:
শ্রমিকরা সবসময় অবহেলিত থাকে। জুলাই অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ ছিল। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের সূচনা করা হয়। আমি শ্রমিকদের হয়ে ন্যায্য পাওনা ও অধিকার আদায়ের জন্য সব সময় কাজ করব। কেন্দ্রীয় কমিটি থেকে দায়িত্ব পাওয়ার পর আজ রবিবার দুপুরে এই প্রথম তার নিজ জেলা ফরিদপুরে আসার সময় মুন্সিবাজার এলাকায় এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জেলা শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু একথা বলেন।
জুলাই অভ্যুত্থানে জেলায় শহীদ ও আহতদের বিষয়ে তিনি আরো বলেন, আমি প্রতিটি শহীদ পরিবারের খোজ খবর নিব, তাদের পাশে দাড়াবো। এছাড়া বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলার আহত ভাই-বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এছাড়াও এনসিপি কে শক্তিশালী করতে সকলের সহযোগিতায় তার সংগঠন কাজ করে যাবে।
রবিবার সকালে ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে ফরিদপুর আসার পথে ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুন্সিবাজার এলাকায় এনসিপির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। তার আগে বেশ কিছু গাড়ি বহর ও সমর্থক নিয়ে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা, জোয়ারের মোড়, গেরদা, মুন্সিবাজার এলাকার মানুষের সাথে সৌহার্দ্য বিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর শাখার যুগ্ন সমন্বয় এস এম জাহিদ, সদস্য এসএম আকাশ।
Leave a Reply