ফরিদপুরে বাসস্ট্যান্ড দখল ও নির্বাচন নিয়ে সংঘর্ষ
শহর প্রতিনিধি :
ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড দখল ও আন্তঃজেলা নির্বাচন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে মানববন্ধন শুরু হয়। এসময় শ্রমিক ইউনিয়নের সভাপতি-সাধারন সম্পাদক ও সাধারণ শ্রমিকরা মিছিল নিয়ে আওয়ামী লীগের দোসরদের ধর ধর বলে তাদের উপর হামলা করে মারধর করে। এসময় মানববন্ধনকারিরা সেখান থেকে পালিয়ে যায়। পরে বন্ধ হয়ে যায় ফরিদপুর আন্তঃজেলা রুটের বাস চলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নব গঠিত শ্রমিক ইউনিয়নের (১০৫৫) এর সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় চাঁদাবাজ আওয়ামী লীগের দোসরা নতুন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করলে ইউনিয়নের সাধারণ শ্রমিকরা তা প্রতিহত করে। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা নাজমুল হোসেন তারা সহ আওয়ামী লীগের কতিপয় নেতা ও তাদের দোসরা ফরিদপুর বাসস্ট্যান্ড চাঁদাাজি শুরু করেছে। এ নিয়ে তারা প্রতিবাদ করলেও কোন কাজ হয়নি। আজ আবার তারা দখল করার জন্য চেষ্টা করলে সাধারন শ্রমিকরা তা প্রতিহত করে।
এদিকে অপরপক্ষের নেতা নাজমুল হোসেন তারা বলেন, বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধন এর দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের চেষ্টা কালে ইয়াছিন মোল্লারা তাদের উপর আতর্কিত হামলা করে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বাধা প্রদান করেছে।
এদিকে এঘটনায় সাধারণ শ্রমিকদের মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে।
বাসস্ট্যান্ড এলাকা জুড়ে পুলিশ প্রহরা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা উভয়পক্ষকে নিয়ে বসে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি।
Leave a Reply