ফরিদপুরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল শনিবার বিকেল চারটায়
ফরিদপুর কোতোয়ালি থানার হাজির হয়ে জনৈক শিখা বেগম(৩৫) জানান যে, তার স্বামী রতন শেখ(৪২)
পিতা:নওয়াব আলী শেখ চুনাঘাটা বেরিবাধ ওসমান বিশ্বাসের ডাঙ্গী ইউনিয়ন: অম্বিকাপুর ইউনিয়ন গতকাল শুক্রবার রাত অনুমান ১২.৩০ মিনিটের সময় অজ্ঞাতনামা ব্যক্তি বাদীর স্বামীর ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে ডেকে নেয়।তারপর থেকে সে নিখোঁজ ছিল।উক্ত ব্যক্তির নিখোঁজ সংক্রান্তে কোতোয়ালি থানার জিডি নংঃ ১৮৬৭
তাংঃ ২৬/০৭/২৫ ইং লিপিবদ্ধ করা হয়।
পরবর্তীতে আজ শনিবার সন্ধ্যা অনুমান ৭ টায় জিডির অনুসন্ধানকালে কোতোয়ালি থানা পুলিশ লোক মারফত সংবাদ পেয়ে সন্ধ্যা ৭;২০ মিনিটে ফরিদপুর কোতয়ালী থানাধীন সিএন্ডবি ঘাট হইতে অনুমান ১ কিমি পূর্বদিকে মদনখালী ডকইয়ার্ড সংলগ্ন পদ্মানদীর তীরবর্তী পানি হইতে ভাসমান অবস্থায় পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে।
উক্ত জিডির বাদী মৃতার স্ত্রী উদ্ধারকৃত লাশটি বাদীর স্বামী রতন শেখের বলে সনাক্ত করেন।
এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply