ফরিদপুরে ছাত্রদল নেতা নিলয়ের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিনিধি:
ফদিরপুর মহানগর ছাত্রদলের ক্রিড়া সম্পাদক আহমেদ জুবায়ের নিলয়ের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার বেলা ১১টায় স্থানীয় একটি চাইনিজ রেষ্ট্রুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মলনে নিলয় চেধুরীর মা লায়লা বেগম বলেন, গত ২৫জুলাই বেলা ২টার দিকে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সাজ্জাদ আহমেদ সিজানের নেতৃত্বে ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাজাদা খান তরঙ্গ, ফরিদপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক নাবিল আহমেদ মুন্নসহ অজ্ঞাত ৫/৬জন নিলয়ের বাড়িতে প্রবেশ করে তাকে ও তার পুত্রবধুকে মারধর করে ফরিদপুর মহানগর ছাত্রদলের ক্রিড়া সম্পাদক নিলয়কে তুলে নিয়ে কুপিয়ে জখম করে। পরে তার পরিবার ও স্থানীয়রা নিলয়কে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।এ ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও কোতয়ালী থানা তাদের কোন মামলা গ্রহন করেনি।এবং ঘটনার সাথে জড়িতদেরও গ্রেফতার না করারও অভিযোগ করেন তিনি।এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছের বিচার দাবী করেন। সংবাদ সম্মেলনে এসময় আহত নিলয়ের স্ত্রী তানজিলা খান ইশা ও স্থানীয় এলাকাবাসী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply