তন্ময় বিশ্বাস, রাজবাড়ীঃ প্রয়োজনের তাগিদে মানুষ ঘর থেকে বের হয়। মানুষের বাড়ির বাইরে কাজ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এই কাজ যদি তার জীবনের ঝুঁকি বয়ে আনে, তাহলে সেই যাত্রাটা কতটা যুক্তি যুক্ত আমি জানি না। তবে এমন অনেক কাজ থাকে তার জন্য অনেক লোকেরই বাইরে না গিয়ে উপায় নেই। আর বাইরে গেলে যানবাহনের প্রয়োজন হবে এটা স্বাভাবিক। আজকের বিষয়, রাজবাড়ী, ফরিদপুর ও মাগুরা জেলা।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দী থানার জামালপুর ইউনিয়ন এর লোকজন তাদের প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করবার জন্য মধুখালী, ফরিদপুর, মাগুরা যাতায়াত করে থাকেন, এতে তাদের মাহেন্দ্র, ইজিবাইক, লেগুনা, বাস ইত্যাদি গণপরিবহন হিসেবে ব্যবহার করতে হয়। সরকারি ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ভাড়া ৬০% বৃদ্ধি করে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় কতৃপক্ষ।
প্রথম দিকে সরকারি সকল নির্দেশ মেনে জামালপুর- মধুখালি রুটে যাত্রী পরিবহন চললেও, এখন কোনো নির্দেশ ই মানা হচ্ছে না। জামালপুর থেকে মধুখালি যেতে ভাড়া নিচ্ছে দ্বিগুণ কিন্তু যাত্রী ৫ জনের স্থানে ১০ জন। এতে এক দিকে যেমন যাত্রীরা পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে অন্য দিকে আর্থিিকভাবে হচ্ছে ক্ষতিগ্রস্থ। একই সমস্যা দেখা যায় মধুখালি-ফরিদপুর রুটে। সরেজমিনেে গিয়ে কয়েকজন যাত্রীর সাথে কথা বলে বিষয়টির সত্যতা খুঁজে পাই। তারা এই ভোগান্তি থেকে মুক্তি চায়। অন্য দিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাহেন্দ্র চালক বলেন- ঈদ উপলক্ষে ভাড়াটা বেশি নিচ্ছি, কিন্তু স্বাস্থ্যবিধির কথা বললে তিনি কোন কথা বলেন নি।
এদিকে, বাসের কনডাক্টর এর সাথে এই ভাড়া নিয়ে অনেক কথা-কাটাকাটি হয় অচিন্ত সরকার নামে এক যাত্রীর। যাত্রীরা এখন গণপরিবহন সিন্ডিকেটের হাতে জিম্মি। এটা নিয়ে প্রশাসনের কোন পদক্ষেপ বা নজরদারি লক্ষ্য করা যায়নি। জনগণকে সুস্থ্য রাখতে সরকারি স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে যাত্রী সেবা দিতে বিশিষ্ট জনরা মতামত প্রকাশ করেন। সরকারি স্বাস্থ্যবিধি না মানা গাড়ী চালকদের আইনে আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নিলে এবং বিভিন্নভাবে স্ট্যান্ড গুলোতে আইনি নজরদারি বাড়ালে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যেতো।
—————————————————————————————————————————————–
Leave a Reply