ফরিদপুরে কোনভাবেই যেন কোভিড-১৯ এর লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। প্রতিদিনই জেলায় নতুন নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বর্তমানে জেলায় প্রতিদিনই গড়ে প্রায় শতাধিক মানুষের শরীরে করোনা সনাক্ত হচ্ছে। বুধবার ফরিদপুর জেলায় নতুন করে ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর সর্বোচ্চ ৫৮জন আক্রান্ত সদর উপজেলাতে।
গেল একসপ্তাহ আগে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিলো ১৩৭৭জন।আর এক সপ্তাহের ব্যবধানে জেলায় নতুন করে ৭৬৪ জন করনোয় আক্রান্ত হয়েছেন। জেলায় সর্বমোট করোনায় আক্রান্তের সংখ্যা ২১৪১ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩৯০জন আর মৃত্যু বরন করেছেন ২৫জন।
ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সুত্র মতে, ১লা জুলাই বুধবার পিসিআর ল্যাবে মোট ৩৭৬টি করোনার নমুনা পরিক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১৪২ জনের করোনা পজেটিভ এসেছে এবং ১টি নমুনা ইনভেলিড এসেছে।
বুুুধবার ১৪২জনের মধ্যে ফরিদপুর জেলায় ১০টি ফলোয়াপসহ ১০৪জনের করোনা সনাক্ত হয়েছে।বাকী ৩৮জন গোপালগঞ্জসহ অন্যান্য জেলার।
ফরিদপুরে আজ নতুন করোনয় আক্রান্তের ৯৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫৮জন, নগরকান্দা উপজেলায় ৫জন, সালথা উপজেলায় ৩জন, সদরপুর উপজেলায় ৭জন, ভাঙ্গা উপজেলায় ৩জন, চরভদ্রাসন উপজেলায় ২জন, মধুখালী উপজেলায় ৩জন, বোয়ালমারী উপজেলায় ৪জন, আলফাডাঙ্গা উপজেলায় ৮জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ফরিদপুর সদর উপজেলায় বুধবারে আক্রান্ত ব্যাক্তিরা হলেন, ডিসি অফিসের আওয়াল ব্যাপারী, মেডিকেল কলেজ হাসপাতালের শম্পা সাহা, সৈয়দ ওবায়দুল ইসলাম, আইয়ুব আলী, মোস্তাফিজুর রহমান, গোয়ালচামটের নারিস চন্দ্র সাহা, সদরের মেঘা, সাদিপুরের মিজানুর রহমান, কমলাপুরের সামিরা, বাখুন্ডার মাসুদ পারভেজ, সদর হাসপাতালের ফরহাদ আলী, গোবিন্দপুরের অমিত হোসেন, পূর্ব খাবাসপুরের দীল মোহাম্মদ দীনু, আক্তার হোসেন, টেপাখোলার পলাশ কুমার সাহা, মৌসুমী সাহা, চুনাঘাটার মোশাররফ হোসেন, পূর্ব আলীপুরের লিয়াকত আলী খন্দকার, আলীপুরের মফিজুর রহমান, পাকিস্তান পাড়ার মাসুম, অর্নি, জজ কোর্টের প্রনব চক্রবর্তী, রাজা মুন্সী, ইউনুস শেখ, ফরহাদ হোসেন, কমলাপুরের রুবেল খান, সাদিপুরের রফিকুল ইসলাম, ঝিলটুলীর ডা. মাসুম বিশ্বাস, দক্ষিন ঝিলটুলীর ডা. রাজিব হোসেন, নদী গবেশনার আবু জাফর, দক্ণি টেপাখোলার কামরুন নাহার, আসলাম শেখ, রথ খোলার সীতা রঞ্জন সাহা, অম্বিকাপুরের আব্দুল আওয়াল, রঘুনন্দনপুরের ঝর্না, ফজলুল হক,তুহুরা খাতুন, থানা রোডের মনির হোসেন, গোয়ালচামটের হাসান আহমেদ, গুহলক্ষিপুরের লায়লা বিনতে মিজান, গোয়ালচামটের প্রনব কুমার, ডিএসবি পুলিশের শফিকুল ইসলাম, শিবরামপুরের মিলন শেখ, কোতয়ালী থানার হুমায়ুন কবির, পুলিশ লাইনের আল আমিন, ভাস্কর কুন্ডু মো. মনিরউদ্দিন,রফিকুল ইসলাম, আলিপুরের চিনময় হালদার, শিরিন আক্তার পশ্চিমখাবাসপুরের শামসুল আলম, চরভাবনীপুরের আতা কুমার ব্যানার্জী, কুিঠবাড়ির কামরুন নাহার, শ্রীঅঙ্গনের বিপ্লব কুমার রয়, গৌরাঙ্গ সাহা, সাচিয়ার তুলশী শাখারী, রঘুনন্দনপুরের প্রনব কুমার দত্ত, হাবেলা গোপালপুরের জোহান করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া জেলার অন্যন্য উপজেলায় আক্রান্তরা হলেন, সদরপুরের নিলয়, সোহেল রানা, শাহিন খান, পোনা জমদ্দার মজিবুর রহমান, মিলু মিয়া, ভাঙ্গা উপজেলার আজিজুর রহমান, ফিরোজ মোল্যা, শাহাদাত, মধুখালী উপজেলার মাসুম বিল্লাহ সুমন, রনি, চামেলী আক্তার, আলফাডাঙ্গার রফিকুল ইসলাম,রাশেদ, সহজ, মনোয়ার মিথুন, মেকলেস মিয়া,হিরা মিত্রচরভদ্রাসনের রিতা বিশ্বাস, শেখ রাজা, এবং মনির, বোয়লমারীর সেলিমুজ্জামান, সিরাজুল ইসলাম, রুহুল আমীন, আকিয়া, নগরকান্দার মিল্টন বালা,বিকাশ শেখ, নিপা, হিরা খান, মাহ মো.সুমন, সালথা উপজেলার কাউসার সিকদার, মো. আজিজুল ইমাদুল হকের করোনা সনাক্ত হয়েছে।
Leave a Reply