1. apbiman2015@gmail.com : Ashish Poddar Biman : Ashish Poddar Biman
  2. ganasonghoti@gmail.com : Daily Ganasonghoti : Daily Ganasonghoti
  3. jmitdomain@gmail.com : admin admin : admin admin
  4. sumonto108@gmail.com : Sumonto Sutradhar : Sumonto Sutradhar
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্তঃ
ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে- শামা ওবায়েদ ফরিদপুরে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত, আহত-১ সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেয়া হবে না – ড. আসাদুজ্জামান রিপন ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার এবার আমি স্কুলে যেতে পারবো, প্রতিবন্ধী শিক্ষার্থী রহমান মধুখালীতে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর  নানা আয়োজনে পল্লীকবি জসিম উদদীন এর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত দলের দুঃসময়ের নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে : ফরিদপুরে শামা ওবায়েদ। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সদরপুরে নির্বাচন কমিশনের স্টান্ড ফর এন আই ডি কর্মসুচী পালন ভোটার তালিকা রক্ষা করুন, গণতন্ত্র নিশ্চিত করুন এর দাবিতে নির্বাচন অফিসের মানববন্ধন
শিরোনাম :
ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে- শামা ওবায়েদ ফরিদপুরে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত, আহত-১ সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ দেয়া হবে না – ড. আসাদুজ্জামান রিপন ইউএনও’র সহযোগিতায় হুইল চেয়ার এবার আমি স্কুলে যেতে পারবো, প্রতিবন্ধী শিক্ষার্থী রহমান মধুখালীতে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের সহকারীর  নানা আয়োজনে পল্লীকবি জসিম উদদীন এর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত দলের দুঃসময়ের নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে : ফরিদপুরে শামা ওবায়েদ। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সদরপুরে নির্বাচন কমিশনের স্টান্ড ফর এন আই ডি কর্মসুচী পালন ভোটার তালিকা রক্ষা করুন, গণতন্ত্র নিশ্চিত করুন এর দাবিতে নির্বাচন অফিসের মানববন্ধন

এবার বরখাস্ত ডিএজি এমরান সমর্থকরা কী বলবেন?

  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬১ Time View

এবার বরখাস্ত ডিএজি এমরান সমর্থকরা কী বলবেন?

একদিকে ঘোষণা হয় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বরখাস্ত এমরান আহমেদ ভূঁইয়া বরখান্ত হয়েছেন আরেকদিকে প্রতিবেদন হয়- তিনি তার পরিবারসহ ঢাকায় মার্কিন দূতাবাসে আশ্রয় চেয়েছেন। ইউনুসের বিবৃতিতে স্বাক্ষর না করার কারণে যারা তার সততা এবং বাক স্বাধীনতার কথা বলছিলেন তারা এখন কী বলবেন?

ঘটনা বিশ্লেষণে দেখা যায়, এমরান আহমেদ এর ঘটনা মোটেই বিবৃতিতে স্বাক্ষর না দেওয়া থেকে তৈরি না। বরং কিছু সুবিধা পেতে বারবার ড. ইউনুসের বিরুদ্ধে বিবৃতি বিষয়টাকে তিনি হাইলাইট করতে চেয়েছেন। দ্বিতীয়ত, তিনি একেবারেই সময় না নিয়ে সরকারের পক্ষের অবস্থান থেকে বিরদ্ধ অবস্থানে দাঁড়িয়ে আমেরিকার আশ্রয় চেয়ে বসেছেন। এই চেয়ে বসা থেকে তার আসল অবস্থান বেরিয়ে আসে।

শুরুটা যেভাবে
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করা এবং বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত মাসে খোলা চিঠি দিয়েছেন ১৭৫ জন বিশ্বনেতা। এরপর এ চিঠির বিপক্ষে বেশ কিছু বিবৃতি দেওয়া হয়েছে দেশের ভেতর থেকে। এরকমই একটি বিবৃতিতে স্বাক্ষর করবেন না বলে সোমবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানান সরকারের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। একইসঙ্গে তিনি বলেন যে, ড. ইউনূস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন।

যদিও অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ড. ইউনূসের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে— এমরান আহম্মদ ভূঁইয়া এমন কথা বললেও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, ড. ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

সরকারের আনুগত্য পেতে পদ নিয়েছিলেন
এমরান আহম্মদ ভূঁইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন। এ সময় তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টে প্র্যাক্টিসের অনুমতি পান এবং ২০০৫ সালের ২১ জুলাই সদস্যপদ লাভ করেন। এরপর ২০১৮ সালের ৪ জানুয়ারি তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হন। বর্তমান সরকারের একজন মন্ত্রীর ঘনিষ্ঠজনের সুপারিশে তিনি নিয়োগ পান বলেও কয়েকটি সূত্র জানিয়েছে। কোন পথে সুপারিশ করলে তিনি নিয়োগ পেতে পারেন সেই চেষ্টা অব্যাহত রেখে তিনি আনুগত্য নেওয়ার প্রমাণ মেলে।

কেনো বিগড়ে গেলেন এই ডেপুটি
সুপ্রিমকোর্টের আইনজীবীদের দাবি, অ্যাটর্নি জেনারেলের অফিস অর্থাৎ দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার অফিস থেকে ইউনূসের পক্ষে বিবৃতি নেওয়ার ষড়যন্ত্র করে আসছিলেন। এ ষড়যন্ত্রের ফাঁদে ও লোভে পা দিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান। সরকারকে বেকায়দায় ফেলার জন্য তার এসব কর্মকাণ্ড।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তার তিন জন সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এমরান বিচারপতি হওয়ার স্বপ্ন নিয়ে তদবির করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন। কিন্তু পরপর দুই নিয়োগে তিনি বিচারপতি হতে পারেননি। এতে তার মনে ক্ষোভ জন্মেছে। আবার কেউ বলছেন, এমরানের আত্মীয়-স্বজনদের অনেকে আমেরিকায় থাকেন। আমেরিকান ভিসা নিশ্চিত করতেই তিনি ড. ইউনূসের পক্ষে অবস্থান নিয়েছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরানের অবস্থান পরিবর্তন নিয়ে ফেসবুক পোস্ট করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কুমার দেবুল দে। ফেসবুক পোস্টের একাংশে তিনি লিখেছেন, একজন ব্যক্তি যদি মনে করে শেখ হাসিনার পক্ষে থেকে বা বাংলাদেশের সঙ্গে থেকে কি সুবিধা বর্তমানে পাওয়া যাচ্ছে বা পাওয়া যাবে তার চেয়ে অধিক সুবিধা যদি ড. ইউনূসের পক্ষে বা আমেরিকার সঙ্গে থেকে পাওয়া যায় তাহলে একজন ব্যক্তি কেন শেখ হাসিনার পক্ষে থাকবেন? কোনো ব্যক্তি যদি দেখেন শেখ হাসিনার পক্ষে থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়া গেছে। এরপর বিচারপতি হওয়ার রিপিটেড চেষ্টা করেও আর এগোতে পারেননি। তারপরে হতাশ হয়ে দেশের ওপর ভীতশ্রদ্ধ হয়ে সপরিবারে আমেরিকা চলে যাওয়ার চেষ্টা করে দুইবার ভিসা রিফিউজ হলে সেই ব্যক্তির আর কীইবা করার থাকে! শতভাগ ভিসা কনফার্ম করার মিশন নিয়ে ড. ইউনূস বা আমেরিকার পক্ষ নেওয়া ছাড়া!

Please Share This Post...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
The Daily Ganasonghoti © 2020
support By : Ganasonghati