নিজস্ব প্রতিনিধি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন, সংবিধান প্রণেতা প্রবীণ আওয়ামী লীগ নেতা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সামসুদ্দিন মোল্লার ২৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাতে ফরিদপুর প্রেসক্লাবে স্মরণ সভার আয়োজন করা হয়। ক্লাবের আহবায়ক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মানিক, মরহুমের ছেলে শ্রমিক নেতা দৈনিক ইত্তেফাকের ফরিদপুর প্রতিনিধি জুবায়ের জাকির, সাবেক সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাবেক সাধারন সম্পাদক দৈনিক মানবজমিন ও ডি.বি.সি টিভির ফরিদপুর প্রতিনিধি মহবুবুল ইসলাম পিকুল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সাংবাদিক অনক আলী হোসেন সাঈদী, ফরিদপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও ফরিদপুর কণ্ঠের সম্পাদক ওহিদ মিল্টন, মইজ্জুর রহমান রবি, ফরিদপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য গোলাম মোহাম্মদ নাসির প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক নির্মলেন্দু চক্রবর্তী শংকর। 
এ সময় আরো উপস্হিত ছিলেন দৈনিক গণসংহতির সম্পাদক ও মোহনা টেলিভিশন লি.এর ফরিদপুর জেলা প্রতিনিধি আশিষ পোদ্দার বিমান,দৈনিক ইত্তেফাক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, আর টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন, ক্রীড়া সংবাদিক মানিক দাস, এম.এ আজিজ, চ্যানেল আই এর ফরিদপুর প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু, গাজী টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জান, মাছরাঙ্গা টিভির ফরিদপুর প্রতিনিধি ইবু , আনন্দ টিভির ফরিদপুর প্রতিনিধি এস.এম মনিরুজ্জান, দীপ্ত টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি এস.এম তরুন প্রমুখ অনুষ্ঠান শেষ পর্বে বড় শামসুদ্দিন মোল্লা, রুশেমা ইমাম, লোকমান হোসেন মৃধা স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
Leave a Reply