ফরিদপুরে ৩ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু
শহর প্রতিনিধি:
ফরিদপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে ৩ টি উপজেলায় ভোট গ্রহন চলছে।
বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট। সকালে কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে বৃদ্ধি পাবার আশা সকলের।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারেক আহমেমদ জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলার ফরিদপুর সদর, মধুখালী ও চরভদ্রাসন এই ৩টি উপজেলায় ২৫৫ টি কেন্দ্রে মোট ১৮১৩ টি বুথে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৫৯ হাজার ৩ শ ২৪ জন এদের মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৭ হাজার ৪শ ৭৫ জন, নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৮শ ৪৬ জন।
তিন উপজেলায় চেয়ারম্যান পদে মোট ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন অংশ নিয়েছেন।
ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি স্টাইকিং ফোর্স আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন থাকবে । এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
Leave a Reply