ফরিদপুরে নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে
শহর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়ন পরিষদের ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য লাকী বেগমকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বালু ব্যবসায়ী মো. আজম মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুত্বর আহত লাকী বেগম বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নারী ইউপি সদস্য লাকী বেগম জানান, বালু ব্যবসায়ী মো. আজম মিয়ার লোকজন পালডাঙ্গীতে সড়কের পাশের সরকারী জায়গায় দখল ঘর তুলছিলেন। বৈধ অনুমতি ছাড়া ঘর উত্তোলন করতে নিষেধ করলে মো. আজম মিয়ার নির্দেশে তার লোকজন হামলা চালায়। তিনি জানান, লাঠি সোটা দিয়ে পিটিয়ে, ইট দ্বারা মাথায় স্বজোরে আঘাত করলে আহত হন তিনি। এসময় তারে রক্ষা করতে গেলে মেয়ে এবং ভাগ্নেকেও মারধর করা হয়।
ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির জানান, কোতয়ালী থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ দ্রæত ব্যবস্থা না নিলে পরিষদের সভা ডেকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে অভিযোগ অস্বিকার করে আজম মিয়া বলেন, সরকারী জমির পেছনে আমার ব্যাক্তি মালিকানাধীন জমি রয়েছে। আমার ব্যক্তিগত জমিতেই ঘর তুলতে কাজ করছিলেন আমার স্বজনেরা। তিনি ওই নারী ইউপি সদস্য তার চাচাকেই হামলা করে আহত করেছে বলে পাল্টা অভিযোগ তোলেন।
আর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান জানান, এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply