শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফরিদপুর বিভাগীয় ম্যাচের ভ্যেনু জেলা স্টেডিয়াম
শহর প্রতিনিধি:
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফরিদপুর বিভাগীয় ম্যাচ আগামী ১৬ নভেম্বর ফরিদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সাথে বিসিবির কোচদের আলোচনা শেষে ভ্যেনু চূড়ান্ত করার এ সিদ্ধান্ত জানানো হয়।
এসময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, বিসিবির বিভাগীয় প্রধান কোচ মোখলেসুর রহমান বাবলু ও কোচ তানভীর আহমেদ রাজিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় ম্যাচ উপলক্ষে দীর্ঘদিন অব্যবহৃত জেলা স্টেডিয়ামের ভ্যেনু প্রস্তুতির কাজ চলছে পুরোদমে।
এর আগে গত ১০ নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়।সারাদেশের ২০ টি দল এ আসরে অংশ নিচ্ছে।
১৯ জানুয়ারি ফাইনাল খেলা হবে ঢাকার মিরপুরে হোম অব ক্রিকেটে।
Leave a Reply