- নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরে আওয়ামীলীগ সেচ্ছাসেবকলীগ , যুবলীগ ও ছাত্রলীগ করেও রেহাই পাননি ফরিদপুরের এককালের রাস্তার লড়াকু বঙ্গবন্ধুর সৈনিকেরা । নিজ দল আওয়ামীলীগ ক্ষমতায় থাকা সত্ত্বেও নির্যাতন, হামলা- মামলার স্বীকার হয়েছেন ও অবরুদ্ধ হয়ে অনেকেই রাজনীতি করা থেকে বিরত রয়েছে ঐ সকল আওয়ামীলীগ নেতারা আবার রাজনীতিতে চাঙ্গা হওয়ার চেষ্টা করছেন। ২০০৮ সালের পরবর্তীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর পর একজন প্রভাবশালী সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যানের প্রশ্রয়ে আওয়ামীলীগ দলে অনুপ্রবেশ করে একদল স্বাধীনতা বিরোধীদের সন্তান স্বজন ও হাইব্রীড সুবিধাবাদী ব্যক্তিরা হেলমের ও হাতুরি বাহিনি সৃষ্টি করে হামলা- মামলা ও নির্যাতন করে যা ৭১সালের পাকিস্তানি বাহিনির নির্যাতনকেও হার মানায় ফলে দল ছাড়তে বাধ্য হন আওয়ামীলীগের রাজপথের ত্যাগী নেতা কর্মীরা । নির্যাতিতরা হামলা – মামলা স্বীকার হয়েছেন বঙ্গবন্ধুর আগরতলার মামলার অন্যতম আসামী ক্যাপ্টেন বাবুল , হামীম গ্রুপের কর্ণধার ও আঃলীগ নেতা এ কে আজাদ , সাবেক ছাত্র নেতা শওকত আলী জাহিদ, সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামীলিগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোকারম মিয়া বাবু,ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যজিৎ মুখারজি, এককালের তুখোড় ছাত্র নেতা অ্যাড বদিউজ্জামান বাবুল, সাবেক ছাত্র লীগের সভাপতি মনিরুরজ্জামান , আঃলীগ নেতা কুদ্দুসুর রহমান , শামসুল আলম চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অলক সেন,রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভি.পি ও ছাত্রলীগের সহ সভাপতি মো: তাউফিক হোসেন পুচ্চিকে মারপিট ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলিম হায়দার তুহিনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়, ফরিদপুর মটর ওয়ারর্কাস ইউনিয়নের সাধারন সম্পাদক ও শ্রমিকলীগ নেতা গোলাম মো: নাসিরের বাড়িতে ঢুকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়, বঙ্গবন্ধু শিক্ষা ও গভেষনা পরিষদের সাধারন সম্পাদক ডা.অহিদুর রহমান অহিদ, তার মা,ভাইসহ ৭ জনকে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যার চেষ্টা ও বাড়ি গাড়ি ভাংচুর করে, প্রথম আলো পত্রিকার ফরিদপুর বু্রে্্যা প্রধান প্রবীর কান্তি বালা, সাংবাদিক প্রবীর শিকদার, ইনক্লাব ও মাইটিভির জেলা প্রতিনিধি নাজিম বাকাউল, ২০১৬ সালের ফরিদপুর জেলা আ:লীগ এর সম্মেলনের সংবাদ বাংলাদেশ টেলিভিশনে প্রকাশ করায় কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় দৈনিক গণসংহতি পত্রিকার সম্পাদক ও মোহনা টেলিভিশন লি, এর ফরিদপুর জেলা প্রতিনিধি আশিষ পোদ্দার বিমানকে, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কোবিরুল ইসলাম সিদ্দিকিকে হাতুরি বাহিনি কুপিয়ে হত্যার চেষ্টা করে, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, ওডিবিসি টেলিভিশন এবং মানবজমিন পত্রিকার ফরিদপুর প্রতিনিধি মাহাবুবুল ইসলাম পিকুলের বাড়িতে হামলা চলায়হাতুরি বাহিনি, দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক নুরুল ইসলাম আনজুর হাত ভেঙে দেওয়া হয়,এসব ঘটনায় তদকালীন প্রশাসন কোনো আইনগত ব্যবস্থা গ্রহন না করে বরং ভুক্তভোগীদের নানাভাবে হয়রানি করা।
দল থেকে মনের দুঃখে – কষ্টে যারা নিষ্ক্রিয় হয়ে গেছেন এবং অনেকে ঢাকা চলে গিয়েছেন এদের মধ্যে সাবেক ছাত্র নেতা মোঃ ফারুক হোসেন , মাহাবুব খান, শ্যামল ব্যানার্জি , জিয়াউল হাসান মিঠু , আমিনুল ইসলাম রিপন , ফরিদপুর জেলা আওয়ামীলিগের সাবেক সদস্য ও শহর আওয়ামীলিগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম ডেভিড, খায়েরুজ্জামান মিরাজ ।
ফরিদপুরে যারা মান ইজ্জতের ভয়ে চুপ চাপ বসে আছেন তাদের মধ্যে রয়েছেন আঃলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বিপুল ঘোষ, অ্যাড শামসুল হক ভোলা মাস্টার , খলিফা কামাল উদ্দিন , অমিতাভ বোস , খন্দকার মঞ্জুর আলী , ফরিদপুর জেলা আ:লীগ এর মহিলা সম্পাদিকা আইভি মাসুদ ও ফরিদপুর আঃলীগের বর্তমান সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সাবেক ছাত্র নেকা কাজী মোমিতুল হাসান বিভুল,যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাইফুল ইসলাম নিল প্রমুখ।
সর্বশেষ গত ১৬ই মে রাতে জেলা আওয়ামীলিগের সভাপতি আ্যড:সুভল চন্দ্র সাহার বাড়িতে হামলা ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটায় হেলমেট ও হাতুরি বাহিনি সহ হাইব্রিট নেতারা।এই ঘটনায় আ্যড: সুভল চন্দ্র সাহা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় অঙ্গাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে টনক নরে প্রশাসনের।
উল্লেখ্য দীর্ঘ প্রায় ১ যুগ পরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও আঃলীগের সভানেত্রী শেখ হাসিনার দৃষ্টগোচর হলে ফরিদপুরের সাংগঠনিক কর্মকাণ্ড নজরে আসায় দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করার জন্য দল থেকে হাইব্রীড ও অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার জন্য উদ্যোগ নেন এবং দলের প্রেসিডিয়াম কাজী জাফর উল্লাহ ও আব্দুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে বলে আঃলীগের একটি বিশ্বস্ত সুত্রে জানা যায় । সেই আলোকেই কাজ চালিয়ে যাচ্ছেন নির্যাতিত ও হামলা – মামলা স্বীকার হওয়া নেতা কর্মীরা ।
দলকে এই সংস্করণ করে চাঙ্গা করার জন্য এবং লুটেরা স্বাধীনতা বিরোধী হাইব্রিট নেতাদের দলথেকে সরিয়ে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতঙ্গতা জানিয়েছেন ফরিদপুরবাসি, সেই সাথে লুটেরা স্বাধীনতা বিরোধী হাইব্রিট নেতাকর্মীরা যাতে দলে আর কোনোদিনও যেন প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে ফরিদপুরবাসি
Leave a Reply