মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিলসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মধুখালী সংবাদদাতা :
দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানের অংশ হিসেবে ২৩ জুলাই বুধবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের উত্তর নওপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ওই গ্রামের মৃত ফাকু বিশ্বাসের ছেলে জসিম বিশ্বাস (৩২)কে ১৪ বোতল ও একই গ্রামের বছির উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (৪০)কে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে যৌথ বাহিনী।
মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান এ বিষয়ে জানান, রাতে যৌথ বাহিনীর অভিযানে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তাদের নামে নিয়মিত মামলা দিয়ে ২৪ জুলাই বৃহস্পতিবার ফরিদপুরে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply