 
							
							 
                    মাহাবুবুল ইসলাম পিকুল ঃ হত্যা, চঁাদাবাজি, মাদক, অস্ত্র, মানি লন্ডারিং মামলায় গ্রেফতারকৃত দুর্ধর্ষ সন্ত্রাসী রুবেলের ব্যবসায়ীক পাটনার সাইদ দাপটের সাথে শহরে বিচরণ করছে। প্রশাসনিক বেড়াজালে তাদের বেশীরভাগ ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ হলেও সাইদ কোন কিছুই তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছে রুবেলের সাথে যৌথভাবে পাওয়া কাজগুলি।
জানা গেছে, ফরিদপুর শহরে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক একটি পোষ্ট অফিস। অফিসের কাজ পায় রুবেল ও তার পার্টনার সাইদ। জেলায় চলমান সাড়াশি অভিযানের আলোকে গত ৭ জুন শহরের বদরপুর থেকে রুবেল ও তার ভাই বরকতকে আটক করে প্রশাসন। এরপর রাতারাতি বরকত রুবেলের বন্ধ হয়ে যায় সাউথ লাইন পরিবহন, ট্রাক, ডাম ট্রাক, পাম্প, ইটেরভাটা, ডেইরী ফার্মসহ নানা প্রতিষ্ঠান। কিন্তু এতো কিছুর পরও থেমে নাই রুবেলের পোষ্ট অফিসের কাজ। তার পার্টনার সাইদ কোনো কিছুই তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছে অফিসটির কাজ।
এদিকে কাজের মান অত্যান্ত খারাপ, নিন্ম মানের বালু, রড, মরা বাতিল পাথর দিয়ে কাজ  চালিয়ে যাওয়ার অনিয়মের অভিযোগ রয়েছে। রুবেল বরকতের প্রভাবে সাইদ যা ইচ্ছা তাই দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে। কাজের তদারকিতেই নাই কোন সংশ্লিষ্টদের তেমন একটা নজরদারী। এমনকি রাফেয়া কনষ্টাকশনের মালিক রুবেলের সাথে যৌথ ভাবে কাজ করছে এবং কাজের একটি তালিকার বোর্ড লাগানোর কথা ছিল যা লাগানো হয় নাই। এতো কিছুর পরও কিভাবে চালিয়ে যাচ্ছে কাজটি সেটাই এলাকাবাসী কাছে রহস্য রয়ে গেছে।
আরো জানা গেছে, সাইদুর রহমান শহরের কমলাপুর ঈদ গঁা এর পাশের মৃত মহিউদ্দিনের ছেলে। শুরুতে শহরের একটি নামী কনসালটিং প্রতিষ্ঠানে কাজ করতো ৯৬ সালের দিকে। সেখানে কাজে অনিয়াম থাকায় চাকুরী হারাতে হয় তাকে। পরে সব সময় সুবিধাবাদীদের সংষ্পর্শে থেকে নিজের ফায়দা লুটেছে। বিএনপি আমলে মিতুল, চান খন্দকার, খোকা সহ অনেকের সখ্যতায় বেশ কিছু কাজ করেছে। পরবর্তিতে আওয়ামীলীগের আমলে অনেক নেতার সাথে কাজ করলেও রুবেল বরকতের আর্শিবাদে বেপরোয়া হয়ে ওঠে সাইদুর রহমান।
শহরের পৌরসভার আলীপুর, গোয়ালচামট, কোমরপুর, কমলাপুরে ছয় কোটি টাকার কাজ করেছে।  এ ছাড়াও ১০ কোটি টাকায় সালথা রোডের বক্স ক্যালভাট, সালথা বাইপাচ সড়কে তিন কোটি ৭৫ লাখ টাকাসহ আরো অনেক কাজই করেছে রুবেল বরকতের সাথে, পাবলিক হেল্থ পুকুর খনন। এ সকল কাজে রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ।
এতো কিছুর পরও কিভাবে প্রকাশ্যে ঘুরাফেরা করছে সাইদ। যেন সব কিছুরই উর্দ্ধে সে। তার কৃতকর্মে শহরের মানুষের মধ্যে রহস্য বিরাজ করছে। তাকে দ্রুত আটক না করলে রুবেল বরকতের আয়ের উৎসকে সহায়তা করবে সে। যে টাকা দিয়ে রুবেল বরকতের বিপদে অনেক কাজে আসবে বলে শহরবাসী মনে করছে।
এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাইড ইঞ্জিনিয়ার রাশেদ খান কাজের অনিয়ম, খারাপ বালি ও পাথর দিয়ে কাজ করা হচ্ছে জানালে তিনি বিষয়টি কাজের মান নিন্মমানের বলেন স্বীকার করেন। তবে এ ব্যাপারে তার কিছু করার নাই বলেও জানান।

কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক সুইদুর রহমান জানান, আমি সঠিক ভাবে কাজ করছি। বরকত-রুবেলের সাথে আমার কোন সম্পর্ক নাই।
ফরিদপুর পোষ্ট অফিসের সহকারী পোষ্ট মাষ্টার জেনারেল কাম প্রধান পোষ্ট মাষ্টার আনোয়ারুল ইসলাম বলেন, কাজের মান অত্যান্ত খারাপ হচ্ছে। আমি সকাল বিকাল তা দেখি কিন্তু আমি তাদেরকে বলেছিও তারা আমার কথা মানছে না। কাজটি ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয়। বিষয়টি আমি ঢাকায় জানিয়েছি। ঠিকাদারের প্রভার বেশি তাই আমার কিছুই করার নাই।
 
 
	                                         
 
	                                        
Leave a Reply