১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে
বিশেষ প্রতিনিধি:
রবিবার বিকাল ৩ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় জাতীয় গুরুত্বপূর্ণ দুই দিবসকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বাধীনতার ইতিহাস ও শহীদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে দিবস দুটি সর্বস্তরের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় পালন করা জরুরি।
Leave a Reply