ক্রীড়া প্রতিনিধিঃ লা লিগ কাপের ফাইনাল ম্যাচটি গত এপ্রিল মাসের ৪ তারিখে হবার কথা থাকলেও। করেনা ভাইরাস মহামারী রুপ নিলে মার্চের মাঝামাঝি সময়ে বিশ্ব ফুটবলের সব কার্যক্রম বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যায় ফলস্বরুপ হুমকির মুখে পড়ে এই টুর্ণামেন্ট এর ফাইনাল।
মে মাসের মাঝামাঝি আবার ফুটবল মাঠে ফিরলে সিদ্ধান্ত হয় আগস্টের আগেই শেষ হবে টুর্ণামেন্ট এর ফাইনাল। ফলস্বরুপ গতকাল অনুষ্টিত হয়। ইনজুরির কারনে দলের তারকা ফুটবলার কিলিয়ান এম্বেপেকে ছাড়াই মাঠে নামে পিএসজি। নেইমার, ডি মারিয়া ইকার্দি কে নিয়ে গড়া আক্রমনভাগ শুরুতেই আক্রমনান্তক খেলতে থাকে পিএসজি।
নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও কোন গোল না,হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়, এতে উত্তেজনাপূর্ণ পেলান্টি শুটে ৬-৫ গোলে পরাজিত হয় লিওন। মৌসুমে ট্রেবল জয়ের স্বাদ পেল পিএসজি। চ্যাম্পিয়ন লীগ জয়ের সম্ভবনা রয়েছে থমাস টুসেলের শীর্ষদের সামনে। ১২ তারিখ কোয়াটার ফাইনালে ইতালিয়ান ক্লাব আতালান্টার মুখোমুখি হবে পিএসজি।
গণসংহতি – সব সময় সত্য সংবাদ
গণসংহতির সাথে থাকার জন ধন্যবাদ।
Leave a Reply