ফরিদপুরে ২৫ জুন নতুন করে ১০৮ জনের করোনা সনাক্ত হয়েছে। প্রতিদিনই বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। আর এর ফলে দিন দিন আক্রান্তের নতুন রেকর্ড গড়ে চলেছে ফরিদপুরে। ফরিদপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৪৮ জন। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২২৬জন। আর মুত্যু বরন করেছেন ২৩ জন।
ফরিদপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাব সুত্র মতে, ল্যাবে আজ ৫৬৪টি করোনার নমুনা পরিক্ষা করা হয়েছে। এদরে মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৪০ জনের, নেগেটিভ এসেছে ৪০০জনের আর ইনভেলিড হয়েছে ২৪ জনের। ১৪০জন পজেটিভের মধ্যে ফরিদপুর জেলায় ১০৮জন এবং ৩৩জন অন্যন্য জেলার।
ফরিদপুরের ১০৮ জনের মধ্যে সদর উপজেলায় ৭৮জন, বোয়ালমারী উপজেলায় ৯জন, সদরপুর উপজেলায় ১১জন, নগরকান্দা উপজেলায় ৩জন, মধুখালী উপজেলায় ৩জন, চরভদ্রাসন উপজেলায় ২জন এবং আলফাডাঙ্গা উপজেলায় ২জন।
ফরিদপুর সদর উপজেলায় আক্রান্ত ব্যক্তিরা হলেন, শোভারামপুরের প্রদিপ সাহা, বায়তুল আমানের শোভা আক্তার, ওয়েষ্টান পাড়ার চম্পা পাল, পূর্বখাবাসপরের ফাতেমা, তারেক হোসেন, সাইফুর রহমান ,নূর উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল্লাহ, বদরপুরের আজাদ, আব্দুল রব খান, ভাজনডাঙ্গার নাইম মোল্ল্যা, পশ্চিমখাবাসপুরের মোতালেব মোল্ল্যা, কালীবাড়ির এহসানুল হক, সাদিপুরের লতিফ জমদ্দার, আলীপুরের হাজী আব্দুল সাত্তার খান, কৃঞ্চনগরের আব্দুল সাত্তার খান, হাইওয়ে পুলিশের মো: বিটুল হাসান, সাদিপুরের কবির হোসেন, মহিম মাতুব্বরের ডাঙ্গির আলম শেখ, মেডিকেল কলেজের অঞ্জনা সাহা, াঝলটুলীর আজীম খান, দূর্গাপুরের এম এম সাহাবুল আলম, পুলশ লাইনের আবুল হাসান, নুরুজ্জামান মোল্ল্যা, মো: আমিনুর রহমান, আলাউদ্দিন মিয়া, ডিএসবির নাসির উদ্দিন মিয়া, রথ খোলার টিটু সাহা, উর্মিলা সাহা, লিপি সাহা, বাখুন্ডার লিপা, চুনাঘাটার প্রমথ রঞ্জন, রথ খোলার মিলন কুমার দাস, বিআরডিবির পরিচালক দিনেশ চন্দ্র, ডিএসবির আব্দুল আলীম, পশ্চিম খাবাসপুরের জান্নাতুল ফেরদৌস, মুস্তাফিজুর রহমান, জিনাত রিহানা, নুসরাত জাহান, নীলটুলার ফুরকান আলী, কমলাপুরের সিরাজুল, মধ্য আলীপুরের মো: মেহেদী হাসান, আশরাফুল খান, কোর্টের শেখ নাজিম, মেহেদী হাসান, মোশাররফ হোসেন, মো: আরিফুজ্জামান, সুজন সরকার, দক্ণি ঝিলটুলীর মাসুসা ইসলাম, দক্ষিন টেপাখোলার শাহিনুজ্জামান, গোয়ালচামটের চুন্নু , প্রদিপ কুমার কুন্ডু, সায়েম সুন্দর রয়, পশ্চিম গঙ্গাবর্দির লিয়াকত, দক্ষিন আলীপুরের ডা: হাসিবুর রহমান শুভ, টেপাখোলার মৌসুমী আক্তার, মেডিকেল কলেজের ডা: রাজিব সাহা, গুহ লক্ষিপুরের অশোক কুমার বিস্বাস, কৃষি ব্যাংকের রুবিনা নাহার, রওশন খান সড়কের সওকত ইসলাম, মো.জহিরুল ইসলাম, রথ খোলার গনেশ, ফুলবাড়িয়ার বিপালব কুমার দেবনাথ, টেপাখোলার মোহাম্মদ আলী হোসেন, চরকমলাপুরের সাথী, মধ্য আলীপুরের আবুল কালাম আজাদ, নীলটুলীর টুলু, টিবি হাসপাতালের ডা. তানিয়া ইসলাম, কমলাপুরের সোনিয়া উম্মে আরা ইরানী, ভাষানচরের আবু বকর, মেডিকেলের খায়রুজ্জামান খান, করোনায় আক্রান্ত হয়েছেন।
Leave a Reply