কলকাতা প্রতিনিধি : পশ্চিমবঙ্গের শহরতলী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সর্বত্রই এখন আলোচনায় ২১-শের ভোট। বাংলায় কি এবার পরিবর্তন আসছে। না কি শাসক দলই থেকে যাচ্ছে ক্ষমতায় ! একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে বাংলার রাজনৈতিক দলগুলি। ঊনিশের লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে বিজেপি। রাজ্যের ১৮ টি আসন নিজেদের দখলে রেখেছে বঙ্গ বিজেপি। অন্যদিকে গত লোকসভা নির্বাচনে আসন কমেছে রাজ্যের শাসক শিবির তৃনমূল কংগ্রেসের। রাজ্যে বিয়াল্লিশ এ বিয়াল্লিশের ডাক দিয়েছিলেন তৃনমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী কিন্তু ২২ টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে রাজ্যের শাসক শিবির তৃনমূলকে। রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল তৃনমূল এবং বিজেপির নজরে এবার বাংলা। গত লোকসভা নির্বাচনে সমগ্র দেশের সাথে বাংলায় ভালো করার পর একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। লোকসভা নির্বাচনে রাজ্যে খারাপ ফলাফলের পর মূলত, গত ২১শে জুলাই থেকে পুরোদমে নিজেদের ঘর গোছানো শুরু করেছে তৃনমূল কংগ্রেস।
আরো পড়ুনঃ ঘরে বসে অনলাইনে আয় করার বিভিন্ন উপায়?
বেশকিছু, ঐতিহাসিক সিদ্ধান্তের বাস্তবায়ন করেছে বিজেপি। এর মধ্যে, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল, মুসলমান নারীদের সম্মানে তিন তালাক বন্ধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধে এনআরসি আইন পাশ, সুপ্রীম কোর্ট হতে জিতে ৫০০ বছরের হারানো গৌরব রামমন্দির নির্মান সহ একাধিক চ্যালেঞ্জ একের পর এক জিতে ভারতীয় জনতা পার্টির নের্তৃত্ব, নিজেদের এক অনন্য উচ্চতায় পৌছে দিয়েছে।
আরো পড়ুনঃ স্বামী ভাগাভাগি, সপ্তাহে তিনদিন করে দুই স্ত্রী । একদিন বিশ্রাম ।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যে এবার যে কোন কিছুর বিনিময়ে বাংলায় সরকার গড়তে চায়। তা বিজেপির কেন্দ্রীয় নের্তৃত্বের বারবার বাংলায় আগমনে আরো পরিষ্কার হয়ে উঠেছে। এরই মাঝে, স্বয়ং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিজে একাধিক বার বাংলায় এসেছেন। এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি শ্রী জগতপ্রকাশ নাড্ডা সহ একাধিক হাইপ্রোফাইল মুখ বাংলায় একাধিক বার পা রাখা সহ প্রতিনিয়ত খোজ খবর রাখছেন। এ দিকে বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন-ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন।
আরো পড়ুনঃ ক্রিশ্চিয়ানো রোনালদো এবং হৃদয়স্পর্শী এক বন্ধুত্বের গল্প ।।
আমফান, করোনার পর এবার আলোচনায় একুশের নির্বাচন। কার দখলে থাকবে বাংলা? ইতিমধ্যেই বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে বিভিন্ন তথ্য। প্রভাবশালী বিভিন্ন টিভি চ্যানেল এবং দৈনিক ও অনলাইন পত্রিকাগুলো লাগাতার সমীক্ষা চালিয়ে যাচ্ছে। জুলাই মাসের ২৫ তারিখ অবধি উঠে আসা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বাংলায় ১৭৩ টি আসন পেতে পারে বিজেপি, ১০৭ টি আসন পেতে পারে রাজ্যের শাসক দল তৃনমূল, কংগ্রেস এককভাবে পেতে পারে ৯ টি আসন এবং বামফ্রন্টের ঝুলিতে যেতে পারে ৫ টি আসন।
আরো পড়ুনঃ মোবাইলে ভিডিও গেইম খেললে কি আসলেই ফোনের ক্ষতি হয়???
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আবার বিজেপির পাল্লাই বরাবর বেশী ভারী। বিভিন্ন বড় বড় পেইজ ও গ্রুপে লক্ষনীয় ভাবে সবসময় বিজেপির প্রতিক ও পরিচিত মুখই এগিয়ে থাকছে। তবে, সমীক্ষার ফল যাইহোক না কেনো বাংলা কার দখলে থাকবে তা একমাত্র বাংলার জনগন ও সময়ই সঠিক উত্তর দিবে।
সর্বাধিক পঠিতঃ করোনা ভাইরাস ! সর্বশেষ পরিস্থিতি জানতে ক্লিক করুন । (LIVE UPDATE)
রেইনকোর্ট মনে করে হাসপাতা থেকে পিপিই চুরি। করোনায় আক্রান্ত চোর ।।
করোনা জয় করে ঘরে ফিরেছে দিদি ! আনন্দে বোনের উদাম নাচ ।।
ধীরগতির ইন্টারনেটের জন্য বাধাগ্রস্থ অনলাই পড়াশোনা ।।
ক্ষুধাভাব বাড়িয়ে দেয় এই খাবার গুলো ।।
—————————————————————————————————————————————–
Leave a Reply