ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দিনের ১২৩ তম জন্মদিন উদযাপন
বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরে নানা আয়োজনে পল্লী কবি জসীমউদ্দিনের ১২৩ তম জন্মদিন পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীমউদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে নানা কর্মসুচি গ্রহণ করা হয়েছে । কর্মসুচির অংশ হিসেবে আজ সকাল ১০ টায় ফরিদপুর শহরের অম্বিকাপুরে কবির কবরে ফুলেল শ্রদ্ধা জানান ফরিদপুর জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশনের সভাপতি মোঃ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া,ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকিসহ ফরিদপুরের বিভিন্ন সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে কবির আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ পল্লীকবি জসীম উদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলায় তার নানার বাড়ি তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর সাহিত্যকর্ম বাংলার গ্রামীণ জীবন, সংস্কৃতি ও প্রকৃতির প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে, যা তাঁকে ‘পল্লীকবি’ উপাধি এনে দিয়েছে।
Leave a Reply