প্রথমবারের মতো ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে গঙ্গা পূজা গঙ্গা আরতি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরে এই প্রথমবারের মতো বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে গঙ্গা পূজা গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে ফরিদপুর পৌর বিসর্জন ঘাটে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর
মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের। ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ । 
এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি
এ ধরনের পূজার আয়োজন এর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান ।
তিনি বলেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির অত্যন্ত চমৎকার সহ অবস্থান রয়েছে আমরা যুগ যুগ ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করছি। তিনি বলেন বিগত দিনে আপনাদের পাশে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো ।
তিনি এখানকার আয়োজকদের যেকোনো প্রয়োজনে আগামীতে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এরপর তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরবর্তী পর্বে দিপু দাস আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার সদস্য সচিব অয়ন সাহা, , বিশিষ্ট ব্যবসায়ী দুর্গাপ্রসাদ সাহা , ডাক্তার মোফাজ্জেল হোসেন চৌধুরী জিয়া মঞ্চ মহানগর শাখার যুগ্ন আহবায়ক, এনামুল করিম। সদস্য সচিব মহানগর জিয়া মঞ্চ,
হিন্দু ছাত্র পরিষদের প্রতিনিধি মধ্যে ছিলেন পার্থ প্রতিম বিশ্বাস অমিত , সুদীপ্ত সাহা, অন্তু আচার্য, শুভ লাল দাস, সৌরভ সাহা , সুজয় সাহা হৃদয় শীল, তন্ময় মজুমদার পরশ, ঋত্বিক কুন্ডু, আকাশ বিশ্বাস দয়াল, জয় হরি সরকার, জয়ন্ত সরকার ,প্রণব বিশ্বাস, উদয় সরকার, শুভঙ্কর বণিক, বর্ষণ কর্মকার, পাপ্পু সরকার।
অনুষ্ঠানের শুরুতেই বরণ সূর্য প্রণাম, গীতি নৃত্য ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়।
Leave a Reply