ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রেসক্লাব আলফাডাঙ্গা চার সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি:
“প্রেসক্লাব আলফাডাঙ্গা” কমিটির দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় শনিবার(২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব আলফাডাঙ্গার অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রেসক্লাব আলফাডাঙ্গা সভাপতি আরিফুজ্জামান চাকলাদার আপেল’র সভাপতিত্বে ও প্রচার সম্পাদক তৈয়বুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্যদের পাশাপাশি অনলাইনে যুক্ত অন্যান্য সদস্যদের অংশগ্রহণে কমিটির মেয়াদ(১২-১২-২৫) পূর্ণ হওয়ায় ও সর্বসম্মতি মতামতের ভিত্তিতে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরবর্তীতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।সভা শেষে নতুন কমিটির নাম ঘোষণা করেন সাবেক সভাপতি।
নতুন আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন-অপরাধ বিচিত্রা স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান হেলাল, যুগ্ম-আহ্বায়ক হয়েছেন দৈনিক গণসংহতি প্রতিনিধি
তৈয়েবুর রহমান,যুগ্ম আহবায়ক রাজু আহমেদ,যুগ্ম আহবায়ক দৈনিক মানবাধিকার জেলা প্রতিনিধি ইমরান মিয়া,
এই সিদ্ধান্তের মাধ্যমে প্রেসক্লাব আলফাডাঙ্গার ভবিষ্যৎ কার্যক্রমে নতুন দিকনির্দেশনা ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নতুন এই আহ্বায়ক কমিটি সাংবাদিকদের সম্মান ও অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে।
Leave a Reply