ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল এর সঞ্চালনায় এ সময় ক্লাবের বিগত দিনের কার্যক্রম বার্ষিক প্রতিবেদন পাঠ , আয় ব্যয়ের হিসাব এবং ক্লাবের আগামী দিনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য মোঃ আশরাফুজ্জামান দুলাল গীতা পাঠ করেন মানিক কুমার দাস। এছাড়া ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট পালন করা হয় । এরপর সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর ৩ সদর আসনের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ ।
এরপর বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, এম এ সালাম, পান্না বালা, জাহিদ রিপন, শফিকুল ইসলাম মনি, সাজ্জাদ হোসেন রনি , আলিমুজ্জামান রনী নাজিম বাকাউল, বিকে শিকদার সজল , ওয়ালী নেওয়াজ বাবু , আসাদুল হক, সেলিম মোল্লা বিজয় পোদ্দার, সঞ্জীব দাস ফারিয়ান ইউসুফ,, মশিউর রহমান খোকন ,শেখ সাইফুল ইসলাম অহিদ, জাহিদুল ইসলাম মুরাদ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে ফরিদপুর প্রেসক্লাবের সম্মান ঐতিহ্য ধরে রাখার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে পরবর্তী পর্বে ক্লাব সদস্যদের জন্য একটা টেলিভিশন প্রদান করেন ক্লাব সদস্য কামরুল ইসলাম সিদ্দিকী। এছাড়া ক্লাবে সদস্যদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা প্রদান করেন ক্লাব সদস্য ফারিয়ান ইউসুফ।
Leave a Reply