বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনমিলন উদযাপন
শহর প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উদযাপন ও পুনমিলনী অনুষ্ঠিত হচ্ছে।
দুই দিন ব্যাপী কর্মসুচীর অংশ হিসাবে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জিলা স্কুল চত্বরে কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা।
এরপর প্রাক্তন ও নবীন ছাত্ররা সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং শপথ বাক্য পাঠ করে।
পরে ১৮৫ বছর পূর্তিতে জিলা স্কুলের বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা পায়ে হেটে ও মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি নিয়ে র ্যালী বের হয়। র ্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এছাড়াও দুইদিন ব্যাপী জমকালো আয়েজনের মধ্যদিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান, মিনি ম্যারাথন, পিঠা উৎসব, আতশবাজি, সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
তদানীন্তন ব্রিটিশ ভারতে সরকারি উদ্যোগে ১৮৪০ সালে যাত্রা শুরু করে ফরিদপুর জিলা স্কুল।
Leave a Reply