ফরিদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদদের গণকবরের শ্রদ্ধা নিবেদন
বিশেষ প্রতিনিধি:
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদদের গণকবরের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ রবিবার সকাল ৯ টায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে,
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ফরিদপুর জেলা স্টেডিয়াম সংলগ্ন শহিদদের গণকবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, সহকারী কমিশনার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মো: তন্ময় ইসলাম, ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম লাল, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষালসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদনের শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং তাদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ছাড়াও ফরিদপুর জেলা পুলিশ সুপার, ফরিদপুর জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন, ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
Leave a Reply