সদরপুরে ব্যানার ফেস্টুন অপসারণ
বিএনপি’র প্রার্থী বাবুলের
সদরপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচনী এলাকায় থাকা সব ধরনের প্রচার সামগ্রী অপসারণ কাজ শুরু করেছেন ফরিদপুর-৪ এ বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল। ভাংগা,সদরপুর ও চরভদ্রাসন তিনটি আসন নিয়ে গঠিত উপজেলার বিএনপি’র প্রার্থী নিজ দায়িত্বে সড়কের উপরে নির্মিত তোরণের উপরে থাকা ব্যানারসহ বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ঝুলে থাকা এসব প্রচারনা সামগ্রী নিজে অপসারন কাজ শুরু করে অন্যান্যস্থানে থাকা প্রচারনা সামগ্রী অপসারণের নির্দেশ দেন নেতাকর্মীদের।
আজ শনিবার বেলা ১২টার দিকে সদরপুর উপজেলা সদর অঞ্চলে নেতাকর্মীদের সঙ্গে ব্যানার খুলে দেন। পরে তিনি সাংবাদিকদের আলাপকালে বলেন,“নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইন মেনে আমরা প্রচার কার্যক্রম পরিচালনা করতে চাই। জনগণের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” নির্বাচনের নীতিমালা ও আইন কে সম্মান জানিয়ে তিনি আরও জানান আমি নিজে শুরু করেছি এখন থেকে আমার নেতাকর্মীরা তাদের নিজ দায়িত্বে প্রচারনা সামগ্রী অপরসারণ করবেন। এসময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ কে এম আবু সাইদ, বিল্লাল হোসেন পেয়াদা, মোঃ বাবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
স্থানীয়রা জানান, স্বেচ্ছায় ব্যানার ফেস্টুন অপসারণ করায় এলাকায় ইতিবাচক বার্তা পৌঁছেছে। এতে পরিবেশ যেমন পরিচ্ছন্ন হচ্ছে, তেমনি নির্বাচনী আচরণবিধি মানার দৃষ্টান্তও স্থাপন হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুর-৪ নির্বাচনী এলাকার সম্ভাব্য সকল প্রার্থীর সব ধরণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড ,গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প নিজ দায়িত্বে আগামী ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬.০০ টার মধ্যে অপসারণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সদরপুরে এই উদ্যোগ নেওয়া হয়।
Leave a Reply